কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়াই, ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামার বার্তা দিলেন পুনঃনির্বাচিত দলনেত্রী

পারষ্পরিক দোষারোপ নয়। ঐক্যবদ্ধ হয়ে ফের লড়াইয়ে নামুন। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এই বার্তা দিলেন সোনিয়া গান্ধী। সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বুঝতে দলের নেতা-নেত্রীরা ব্যর্থ বলেও মেনে নিয়েছেন সোনিয়া গান্ধী।লোকসভা নির্বাচনে শোচনীয় ফলের পর থেকেই কংগ্রেসের অন্দরে মাথাচাড়া দিয়েছিল বিদ্রোহ। দিগ্বিজয় সিং থেকে মিলিন্দ দেওরা, প্রকাশ্যে বিষোদগার করেছেন অনেকে। রাহুল গান্ধীর পরামর্শদাতা কমিটিকেই দুষেছিলেন মিলিন্দ দেওরা।

Updated By: May 24, 2014, 09:21 PM IST

পারষ্পরিক দোষারোপ নয়। ঐক্যবদ্ধ হয়ে ফের লড়াইয়ে নামুন। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়ে এই বার্তা দিলেন সোনিয়া গান্ধী। সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বুঝতে দলের নেতা-নেত্রীরা ব্যর্থ বলেও মেনে নিয়েছেন সোনিয়া গান্ধী।লোকসভা নির্বাচনে শোচনীয় ফলের পর থেকেই কংগ্রেসের অন্দরে মাথাচাড়া দিয়েছিল বিদ্রোহ। দিগ্বিজয় সিং থেকে মিলিন্দ দেওরা, প্রকাশ্যে বিষোদগার করেছেন অনেকে। রাহুল গান্ধীর পরামর্শদাতা কমিটিকেই দুষেছিলেন মিলিন্দ দেওরা।

এই পরিস্থিতির মধ্যে শনিবার বৈঠক ছিল কংগ্রেস সংসদীয় দলের। ওই বৈঠকেই সোনিয়া গান্ধীকে সংদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত করা হয়। তাঁর নাম প্রস্তাব করেন মল্লিকাঅর্জুন খাড়গে। দলের মধ্যে বেড়ে চলা অন্তর্কলহ যে ক্ষতি করতে পারে তা বুঝেই শক্ত হাতে হাল ধরেছেন সোনিয়া গান্ধী। শোচনীয় ফলের জন্য হত্যোদম না হয়ে, দোষারোপের পালা ছেড়ে নতুন করে লড়াইয়ে নামার ডাক দিয়েছেন তিনি। কংগ্রেসের ভোট ব্যাঙ্ক ফিরে পেতে নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। দলের নেতাদের অণুপ্রেরণা দিয়ে সোনিয়া বলেছেন কঠিন পরিস্থিতি অতীতেও এসেছে। সেসব পেরিয়ে ঘুরে দাড়িয়েছে দল।

এদিনের বৈঠকে অবশ্য বিরোধী দলনেতা কে হবেন তা ঠিক হয়নি। লোকসভা, রাজ্যসভায় বিরোধী দলনেতা কে হবেন সেই সিদ্ধান্ত সোনিয়া গান্ধীই নেবেন।

.