আগামিকাল বিধায়সভার বাজেট, থাকবে কী খরচা কমানোর দাওয়াই?

আগামিকাল বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গত আড়াই বছরে রাজ্য সরকারের আয় বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে দেনা। এই পরিস্থিতিতে কোষাগারে ঘাটতি মেটানোর দাওয়াই কি থাকবে বাজেটে? নাকি শুধু মাত্র প্রতিশ্রুতিতেই ভরা থাকবে বাজেট বইয়ের পাতা। এখন সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Updated By: Feb 16, 2014, 06:53 PM IST

আগামিকাল বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। গত আড়াই বছরে রাজ্য সরকারের আয় বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে দেনা। এই পরিস্থিতিতে কোষাগারে ঘাটতি মেটানোর দাওয়াই কি থাকবে বাজেটে? নাকি শুধু মাত্র প্রতিশ্রুতিতেই ভরা থাকবে বাজেট বইয়ের পাতা। এখন সে দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

ক্ষমতায় বসার পরের দিন থেকেই বারবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে এই বক্তব্য। একই সঙ্গে উঠে এসেছে ক্ষোভও। প্রতিটি সভা সমাবেশেই বাম জমানার দেনা নিয়ে ক্ষোভ শোনা গিয়েছে তাঁর গলাতে। অবশ্য তাঁর সরকারও দু বছর আটমাসে দেনা করেছে দেদার।

পালাবদলের সময়ে সরকারের দেনা ছিল ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা।
প্রথম অর্থবর্ষের শেষে দেনা বেড়ে হয় ২ লক্ষ ৭ হাজার ৭০২ কোটি টাকা।
দ্বিতীয় অর্থবর্ষ শেষে ২ লক্ষ ২৬ হাজার ১৯৩ কোটি টাকা।
অমিতবাবুর বাজেট বই বলছে চলতি অর্থবর্ষের শেষে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২ লক্ষ ৪৭ হাজার ৪২২ কোটি টাকায় ৩ বছরে দেনা বৃদ্ধির পরিমাণ ৫৫ হাজার কোটি টাকা।

এই অবস্থায় দাঁড়িয়ে সোমবার বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বেশ কিছু ক্ষেত্রে তাঁর সরকার যে কল্পতরু হতে চলেছে তা এক প্রকার স্পষ্ট। বিশেষ করে লোকসভা ভোটের মুখে জনমোহিনী রূপ তুলে ধরতে প্রয়াস চালাবে সরকার। বাজেটে কর্মসংস্থান থেকে নতুন শিল্পের ঘোষণা থাকার সম্ভাবনা প্রবল। সরকারি কর্মচারীদের তুষ্ট করতে ডিএ কি ঘোষণা হবে বাজেটে? কন্যাশ্রী, যুবশ্রীর মতো আরও বেশ কিছু জনপ্রিয় কর্মসূচীও ঘোষণা করা হতে পারে। তবে, আসল প্রশ্ন টাকা যোগাবে কে? বিকল্প আয়ের উত্সের সন্ধান কি দিতে পারবেন অমিত মিত্র? নাকি ঘোষণা থাকবে শুধু বাজেট বইয়ের পাতাতেই।

.