২৪ ঘণ্টার টেট কেলেঙ্কারির পর্দাফাঁস, দুর্নীতির সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা

চব্বিশ ঘণ্টায় টেট কেলেঙ্কারির পর্দাফাঁসের জের। এবার দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন এক পরীক্ষার্থী। আজ এঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। টেট কেলেঙ্কারি নিয়ে ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে সম্প্রচারিত তথ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা সংসদের চেয়ারপার্সন সুরঞ্জনা চক্রবর্তীর কণ্ঠস্বরের টেপ সহ নানা বিষয় উল্লেখ করে মামলা দায়ের করেছেন ওই পরীক্ষার্থী।

Updated By: Jan 31, 2014, 07:24 PM IST

চব্বিশ ঘণ্টায় টেট কেলেঙ্কারির পর্দাফাঁসের জের। এবার দুর্নীতি নিয়ে আদালতের দ্বারস্থ হলেন এক পরীক্ষার্থী। আজ এঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। টেট কেলেঙ্কারি নিয়ে ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে সম্প্রচারিত তথ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলা শিক্ষা সংসদের চেয়ারপার্সন সুরঞ্জনা চক্রবর্তীর কণ্ঠস্বরের টেপ সহ নানা বিষয় উল্লেখ করে মামলা দায়ের করেছেন ওই পরীক্ষার্থী।

টেট কেলেঙ্কারি নিয়ে আজও তোলপাড় গোটা রাজ্য। দুর্নীতির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। আজ আসানসোলের নিয়ামতপুরে স্কুল ইনসপেক্টরের দফতরে ধরনায় বসে যুব কংগ্রেস। অফিসে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। যুব কংগ্রেস কর্মীদের অভিযোগ, আগে থেকে জানানো সত্ত্বেও ডেপুটেশন নিতে হাজির ছিলেন না স্কুল ইনসপেক্টর। এর পরেই স্কুল ইনসপেক্টরের দফতরে তালা লাগিয়ে অন্য কর্মীদের বের করে দেন তাঁরা। পরে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়নন্ত্রণে আনে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।

.