চার সপ্তাহ পরে সুদীপ্ত গুপ্তের মামলার শুনানি

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্তের রিপোর্ট দেখেই পরবর্তী শুনানি করবে হাইকোর্ট। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে করা মামলার শুনানির সময় আজ এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Updated By: Jul 11, 2013, 08:29 PM IST

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্তের রিপোর্ট দেখেই পরবর্তী শুনানি করবে হাইকোর্ট। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে করা মামলার শুনানির সময় আজ এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

সুদীপ্ত গুপ্ত মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হচ্ছে না। এই অভিযোগে  আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ্ত গুপ্তর বাবা প্রণব গুপ্ত। বৃহস্পতিবার সেই মামলার শুনানির শুরুতেই সুদীপ্ত গুপ্তর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য  সরব হন তাঁদের অভিযোগ নিয়ে। সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেন, তদন্ত সঠিকভাবেই এগোচ্ছে। এমনকি মানবাধিকার কমিশনের  তদন্তে  তাঁরা পুর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করেন সরকারি আইনজীবীরা। দুপক্ষের মত শোনার পরেই বিচারপতি বলেন, মানবাধিকার কমিশন যেহেতু স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত করছে, তাই কমিশনের রিপোর্ট দেখেই মামলার পরবর্তী শুনানি হবে।
 
ফলে সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত যাঁরা চান তাঁদের আপাতত মানবাধিকার কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 

.