সারদা কেলেঙ্কারি নিয়ে রাজ্যের তদন্তে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট

সারদা কেলেঙ্কারি নিয়ে রাজ্যের তদন্তে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত যোগ্য মামলা নিয়ে কেন গড়িমসি করছে রাজ্য সরকার? প্রশ্ন বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চের। শুধু তাই নয়, তদন্তের দায়িত্ব পেলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। সারদা কেলেঙ্কারির তদন্ত নিয়ে রাজ্য সরকারের হলফনামা খুশি করতে পারেনি সুপ্রিম কোর্টকে।

Updated By: Mar 4, 2014, 03:23 PM IST

সারদা কেলেঙ্কারি নিয়ে রাজ্যের তদন্তে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত যোগ্য মামলা নিয়ে কেন গড়িমসি করছে রাজ্য সরকার? প্রশ্ন বিচারপতি টিএস ঠাকুর এবং বিচারপতি সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চের।

শুধু তাই নয়, তদন্তের দায়িত্ব পেলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। সারদা কেলেঙ্কারির তদন্ত নিয়ে রাজ্য সরকারের হলফনামা খুশি করতে পারেনি সুপ্রিম কোর্টকে।

সারদার সব সম্পত্তির ক্রয়মূল্য কত, সুপ্রিম কোর্টে প্রশ্নের উত্তরে তা জানাতে পারেনি রাজ্য। এতে রাজ্যের তদন্তের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তোলে শীর্ষ আদালত। রাজ্যকে সারদা গোষ্ঠীর সব সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পাশাপাশি, সুপ্রিম কোর্টে আজ রিপোর্ট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। তারাও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মার্চ।

.