গণধর্ষণ মামলা দিল্লি থেকে সরানোর আবেদন নাকচ শীর্ষ আদালতের

দিল্লি গণধর্ষণ মামলা রাজধানীর বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন আজ নাকজ করে দিল সুপ্রিমকোর্ট।

Updated By: Jan 29, 2013, 04:28 PM IST

দিল্লি গণধর্ষণ মামলা রাজধানীর বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন আজ নাকজ করে দিল সুপ্রিমকোর্ট।
এই গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুকেশের আইনজীবী এমএল শর্মা প্রাথমিকভাবে দিল্লির বাইরে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য শীর্ষআদালতের কাছে আবেদন করেন। আবেদনে শর্মা জানান তাঁরা মনে করছেন দিল্লিতে মুকেশ যথাযথ বিচার পাবে না। তাই তাঁরা চান এই মামলা মথুরা বা অন্য কোন স্থানে সরিয়ে নিয়ে যেতে।
কিন্তু এরপরেই মুকেশের পক্ষ থেকে জানানো হয় সে চায় না এমএল শর্মা তাঁর হয়ে এই মামলাটি আর লড়ুক। সেসন জাজের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর আজ প্রধান বিচারপতি আলতামাস কবীরের নেতৃত্বাধীন বেঞ্চ মামলা স্থানান্তরিত করার বিষয়টি বাতিল করে দেন। তাঁদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যেহেতু আইনজীবী শর্মা এই মামলাটির সঙ্গে আর জড়িত নেই তাই তাঁর আবেদনও ভিত্তিহীন। মুকেশের নতুন আইনজীবী আনন্দও জানিয়ে দিয়েছেন তিনি মামলাটি দিল্লির বাইরে নিয়ে যেতে চান না।
গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লির এক চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীকে ধর্ষণ করে তার উপর পৈশাচিক অত্যাচার চালায় ৬ জন। এই ঘটনার পর সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়। দেশজোড়া প্রতিবাদের জেড়ে অভিযুক্ত ৬জনকে দ্রুত গ্রেফতার করে পুলিস। ওই মাসেরই ২৯ তারিখ শেষ পর্যন্ত মারা যায় মেয়েটি।

.