হুমকি তৃণমূল নেতার

পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত সিপিআইএম যেখানেই সভা করবে, সেখানে হামলা চালাবে তৃণমূল। সিপিআইএম নেতাকর্মীদের গাছে বেঁধে পেটানো হবে। বর্ধমানের প্রকাশ্য সভায় হুমকি দিলেন তৃণমূল নেতা সজল পাঁজা। মন্তেশ্বর বাজারে দাঁড়িয়ে সজল পাঁজার  হুমকি, এবার থেকে সিপিআইএম কর্মীরা যেন দেখেশুনে পথ চলেন। কারণ রাস্তায় তাঁদের পিঠে লাঠি ভাঙতে পারে তৃণমূল কর্মীরা।  

Updated By: Jun 24, 2013, 10:58 AM IST

পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত সিপিআইএম যেখানেই সভা করবে, সেখানে হামলা চালাবে তৃণমূল। সিপিআইএম নেতাকর্মীদের গাছে বেঁধে পেটানো হবে। বর্ধমানের প্রকাশ্য সভায় হুমকি দিলেন তৃণমূল নেতা সজল পাঁজা। মন্তেশ্বর বাজারে দাঁড়িয়ে সজল পাঁজার  হুমকি, এবার থেকে সিপিআইএম কর্মীরা যেন দেখেশুনে পথ চলেন। কারণ রাস্তায় তাঁদের পিঠে লাঠি ভাঙতে পারে তৃণমূল কর্মীরা।  
মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে শাসক দলের লোকেরা। পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র পেশ পর্ব শুরুর দিন থেকেই এই অভিযোগ তুলছেন বিরোধীরা।
এবার সিপিআইএমের প্রতি তৃণমূলের মন্তেশ্বরের নেতা সজল পাঁজার স্পষ্ট হুমকি, পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত সিপিআইএম যেখানেই সভা করবে, সেখানে হামলা চালাবে তৃণমূল।  
হুমকির এখানেই শেষ নয়। মন্তেশ্বর বাজারে দাঁড়িয়ে সজল পাঁজার হুমকি, এবার থেকে সিপিআইএম কর্মীরা যেন দেখেশুনে পথ চলেন।
এক্ষেত্রে দলনেত্রীর নির্দেশও যে তাঁরা মানবেন না বলে জানিয়ে দিয়েছেন মন্তেশ্বরের ওই তৃণমূল কংগ্রেস নেতা।
সজল পাঁজার এই হুঁশিয়ারির পরই দেওয়াল  লিখনকে কেন্দ্র করে সিপিআইএম কর্মীদের উপর হামলা চলে মন্তেশ্বরে। আক্রান্ত হন বিধায়ক চৌধুরী মহম্মদ হৃদয়তুল্লা। এ ঘটনাতেও  কাঠগড়ায় শাসকদলই।    

.