টিএমসিপির দাদাগিরি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ঘেরাও উপাচার্য

কলকাতা বিশ্ববিদ্যালয়েও শাসকদলের ছাত্রসংগঠনের দাদাগিরি। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈধ অধিকার নিয়েই প্রশ্ন তুলল টিএমসিপি। গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেন বিশ্ববিদ্যালয় শতবার্ষিকী হল ভাড়া দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে আজ দীর্ঘক্ষণ রেজিস্ট্রারকে ঘেরাও করে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। অবস্থান-বিক্ষোভ উপাচার্যের ঘরের সামনেও।

Updated By: Jan 7, 2013, 05:33 PM IST

কলকাতা বিশ্ববিদ্যালয়েও শাসকদলের ছাত্রসংগঠনের দাদাগিরি। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈধ অধিকার নিয়েই প্রশ্ন তুলল টিএমসিপি। গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেন বিশ্ববিদ্যালয় শতবার্ষিকী হল ভাড়া দেওয়া হয়েছে, সেই প্রশ্ন তুলে আজ দীর্ঘক্ষণ রেজিস্ট্রারকে ঘেরাও করে রাখল তৃণমূল ছাত্র পরিষদ। অবস্থান-বিক্ষোভ উপাচার্যের ঘরের সামনেও।
মাসখানেক আগে, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে নিগৃহীত হয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ফের খবরের শিরোনামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের  কলেজ স্ট্রিট ক্যাম্পাস। এবার অভিযোগের আঙুল  টিএমসিপির দিকে। গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেন শতবার্ষিকী হল ভাড়া দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলে দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঘেরাও করে রাখে টিএমসিপি সমর্থকেরা। অবস্থান-বিক্ষোভ চলে উপাচার্যের ঘরের সামনেও। অভিযোগ, গণশক্তির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য  শতবার্ষিকী হল ভাড়া দিয়ে এসএফআইয়ের প্রতি পক্ষপাতিত্ব করছেন উপাচার্য।
 
শতবার্ষিকী হল বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ভা়ডা দেওয়া হয়েছে। একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। তিনি জানান, এ নিয়ে কোনওরকম আপত্তি থাকলে তা সিন্ডিকেটে জানাতে পারেন ছাত্ররা।  
 
টিএমসিপির এই বিক্ষোভের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, নিয়ম মেনেই ওই হল ভাড়া নিয়োছিল সিপিআইএম। বিধি মেনেই শতবার্ষিকী হল বহুদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে ভাড়া দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈধ অধিকার নিয়ে টিএমসিপি প্রশ্ন তোলায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে শিক্ষামহলে। 

.