ক্রিকেট বিশ্বে ফের ক্যান্সারের ছায়া, আক্রান্ত টনি গ্রেগ

ক্রিকেট বিশ্বে ফের ক্যান্সারের ছায়া। ক`মাসে আগেই আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং, কদিন আগে মার্টিন ক্রোয়ের পর এবার মরনব্যাধী ক্যান্সার বাসা বেঁধেছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টনি গ্রেগের কোষে। টনি গ্রেগের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। তবে প্রাক্তন কিংবদন্তি এই ক্রিকেটারের ক্যান্সার কোন পর্যায়ে আছে তা এখনও জানা যায়নি।

Updated By: Oct 20, 2012, 06:29 PM IST

ক্রিকেট বিশ্বে ফের ক্যান্সারের ছায়া। ক`মাসে আগেই আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং, কদিন আগে মার্টিন ক্রোয়ের পর এবার মরনব্যাধী ক্যান্সার বাসা বেঁধেছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টনি গ্রেগের কোষে। টনি গ্রেগের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। তবে প্রাক্তন কিংবদন্তি এই ক্রিকেটারের ক্যান্সার কোন পর্যায়ে আছে তা এখনও জানা যায়নি। আগামী সপ্তাহে ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে তাঁর ক্যান্সার কোন পর্যায়ে আছে।
টনি গ্রেগ বলেন, ``আমার জীবনে অনেক দুর্ভাগ্য এসেছে, ক্যান্সার সে রকমই আরেকটি লক্ষণ। তবে আমার স্ত্রী ভিভিয়ান ও আমি লড়াই চালিয়ে যাব।`` উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে ডাক্তাররা গ্রেগের ডান লিভারে অচেনা একটি কোষের দেখা পেয়ে তা পরীক্ষা করতে বলেন।

.