কুয়াশায় ব্যাহত ট্রেন চলাচল

ঘন কুয়াশায় সকাল থেকেই ব্যাহত পূর্ব ও দক্ষিন পূর্ব রেলের ট্রেন চলাচল। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেনগুলি কুয়াশার কারনে বেশকিছুটা বিলম্বে চলছে। দূরপাল্লার ডাউন ট্রেনগুলিও নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা বিলম্বে চলছে বলে জানা গেছে।

Updated By: Dec 12, 2011, 11:15 AM IST

ঘন কুয়াশায় সকাল থেকেই ব্যাহত পূর্ব ও দক্ষিন পূর্ব রেলের ট্রেন চলাচল। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখার ট্রেনগুলি কুয়াশার কারনে বেশকিছুটা বিলম্বে চলছে। দূরপাল্লার ডাউন ট্রেনগুলিও নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা বিলম্বে চলছে বলে জানা গেছে। বিলম্বে চলছে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা শাখার শহরতলীর ট্রেনগুলিও। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হাওড়া ও শিয়ালদা শাখার আপলাইনের ট্রেনগুলি যদিও ঠিক সময়েই ছেড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এদিন উত্তরপ্রদেশ বেল্টেও ঘন কুয়াশার জেরে ব্যাহত হয়েছে রেলপরিষেবা। উত্তর রেলওয়ে সূত্রে খবর, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে উত্তর-পূর্ব রেলওয়ের চোদ্দোটি দুরপাল্লার ট্রেন। এছাড়াও দিল্লি থেকে ছাড়া সবকটি দুরপাল্লা এবং লোকাল ট্রেনই প্রায় চার থেকে পাঁচ ঘন্টা দেরীতে চলছে বলেও খবর। 

.