জাঙ্গিপাড়ার সিপিআইএম পার্টি অফিসে তৃণমূলের তাণ্ডব

প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীকে হেনস্থা এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমের জাঙ্গিপাড়া জোনাল পার্টি অফিসে সভা চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়, এমনই দাবি করেছেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি।

Updated By: Jan 11, 2013, 10:43 PM IST

প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরীকে হেনস্থা এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএমের জাঙ্গিপাড়া জোনাল পার্টি অফিসে সভা চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়, এমনই দাবি করেছেন তৃণমূলের হুগলি জেলা সভাপতি।
শুক্রবার হুগলির জাঙ্গিপাড়ায় সিপিআইএমের জোনাল দফতরে চলছিল দলীয় সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী, সিপিআইএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য, সুনীল সরকার সহ অন্যান্যরা। অভিযোগ, ওইসময় পার্টি অফিসে কয়েকজন সঙ্গীকে নিয়ে ঢুকে পড়ে নেপাল মন্ডল নামে এক তৃণমূল কর্মী। তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাধা দিলে বাইরে এসে  গাড়ি ভাঙচুর শুরু করে তাঁরা। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়, এমনই দাবি  তৃণমূলের হুগলি জেলার সভাপতি তপন দাশগুপ্তের।
ঘটনার পরেই জাঙ্গিপাড়া থানায় নেপাল মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেতৃত্ব। গ্রেফতারের দাবিতে অবস্থানও শুরু করেন তাঁরা। থানার সামনে পাল্টা বিক্ষোভ শুরু করেন তৃণমূল সমর্থকেরা। উত্তেজনা থাকায় থানায় আসেন শ্রীরামপুরের এসডিপিও। শেষ পর্যন্ত দোষীদের গ্রেফতারের আশ্বাস পেয়ে অবস্থান ওঠে। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় তৃণমূল পরিকল্পিত সন্ত্রাস চালাচ্ছে। আতঙ্কে থানায় অভিযোগ জানাতে পারছেন না আক্রান্তরা।

.