২১ জুলাই তদন্ত কমিশনে হাজিরা তৎকালীন পুলিস কমিশনারের

পুলিস কমিশিনারে২১ জুলাই গুলি চালনার ঘটনায় গঠিত তদন্ত কমিশন ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কমিশন অসাংবিধানিক ও অবৈধ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে কমিশনে সাক্ষ্য দিতে আসা কাউকে জেরা করা যাবে না। প্রত্যেকেই নিজেদের আইনজীবী সঙ্গে আনতে পারবেন।

Updated By: Nov 27, 2012, 08:55 PM IST

পুলিস কমিশিনারে২১ জুলাই গুলি চালনার ঘটনায় গঠিত তদন্ত কমিশন ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কমিশন অসাংবিধানিক ও অবৈধ বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে কমিশনে সাক্ষ্য দিতে আসা কাউকে জেরা করা যাবে না। প্রত্যেকেই নিজেদের আইনজীবী সঙ্গে আনতে পারবেন। এই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার কমিশনে হাজিরা দিতে আসেন তত্কালীন পুলিস কমিশনার তুষার তালুকদার। তিনি জানিয়েছেন সেসময় স্বরাষ্ট্রসচিবকে দেওয়া রিপোর্টের সঙ্গে তিনি একমত। গুলি চালনার নির্দেশ তিনি দেননি। কে গুলি চালনার নির্দেশ দিয়েছিল তা তাঁর মনে নেই।
ওই ঘটনায় ২টি প্রশাসনিক তদন্ত হয়েছিল। ১টি তদন্ত করেছিলেন অ্যাডিশনাল সিপি দীনেশচন্দ্র বাজপেয়ি। আরেকটি তদন্ত করেছিলেন জয়েন্ট কমিশনার কে জে সিং
আগামী চৌঠা ডিসেম্বর এই ঘটনার অন্যতম সাক্ষী এবং তত্কালীন ডিসি সাউথ নওয়াল কিশোর সিং কমিশনের সামনে হাজিরা দেবেন।

.