দু বছর পরেও আমরি অগ্নিকাণ্ডের দুঃস্বপ্ন এখনও টাটকা শহরবাসীর

তখনও শহরের ঘুম ঠিক মত ভাঙেনি। হঠাত্‍ই করে চিত্‍কার। ধোঁয়ায় ভরে গেল চারিদিক। সকাল হতেই সবাই জানতে পারল শহরের ইতিহাসের সবচেয়ে খারাপ স্মৃতির কথা। আমরি হাসপাতালে আগুন। মারা গেলেন ৯২ জন।

Updated By: Dec 9, 2013, 02:23 PM IST

তখনও শহরের ঘুম ঠিক মত ভাঙেনি। হঠাত্‍ই করে চিত্‍কার। ধোঁয়ায় ভরে গেল চারিদিক। সকাল হতেই সবাই জানতে পারল শহরের ইতিহাসের সবচেয়ে খারাপ স্মৃতির কথা। আমরি হাসপাতালে আগুন। মারা গেলেন ৯২ জন।

কেটে গেল ২ বছর। আদালতে চলা মামলার তারিখ ছাড়া প্রাপ্তির ঝুলি শূণ্য। ক্ষতিপূরণ মেলেনি আজও। ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অ্যানেক্স বিল্ডিং-এ ঠিক ২ বছর আগে আজকের দিনেই অগ্নিকান্ডে মৃত্যু হয়েছিল ৯২ জনের। এরইমধ্যে হাসপাতালের মূল ভবন চালুর ছাড়পত্র মিলেছে। মর্মাহত আত্মীয়রা শোকের পাশাপাশি ফুটছেন ক্ষোভের আঁচে। পাশাপাশি আমরি মামলায় রাজ্যের পূর্বতন বাম সরকার ও কলকাতা পুরসভার প্রাক্তন বাম বোর্ডকে সামিল করার দাবি তুলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বেআইনীভাবে অ্যানেক্স বিল্ডিং তৈরির নেপথ্যে বামফ্রন্ট সরকারের হাত ছিল বলে তার অভিযোগ।

৯ই ডিসেম্বর ২০১১। ভোররাতে লাগা আগুনে জীবন্ত দগ্ধ হয়েছিল ঢাকুরিয়া আমরি হাসপাতালের ৯২ জন রোগী। ২ বছর কেটে গেলেও দোষীরা শাস্তি পায়নি। মামলা এখনও বিচারাধীন। তারমধ্যেই রাজ্যের পুরমন্ত্রীর দাবি, ঘটনায় ওতোপ্রতোভাবে যুক্ত বামফ্রন্ট সরকার ও বাম পুরবোর্ড। তাই তাদেরকেও মামলায় সামিল করার দাবি তুলেছেন তিনি।

এরইমধ্যে রাজ্য সরকার অ্যানেক্স ভবন বাদ দিয়ে ঢাকুরিয়া আমরির মূল ভবন চালু করার ছাড়পত্র দিয়েছে। মৃতের আত্মীয়রা সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। কিভাবে সরকার ফের হাসপাতাল চালুর ছাড়পত্র দিল, সে প্রশ্ন সযত্নে এড়িয়ে গেছেন রাজ্যের পুরমন্ত্রী।

এদিকে, বিলম্বিত বিচার কার্যত অবিচারের নামান্তর। তাই আশঙ্কা বাড়ছে। আমরি কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি কেন অভিযুক্ত করা হবে না বাম সরকারকেও? প্রশ্ন তুললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পুরমন্ত্রী বলেন, আমরির অ্যানেক্স বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল বাম আমলে। অনুমোদন দিয়েছিল তত্কালীন বাম পুরবোর্ড। তাই আমরির অগ্নিকাণ্ড নিয়ে মামলা চলছে তাতে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি, তত্কালীন বাম সরকার ও বাম পুরবোর্ডকেও অভিযুক্ত করা উচিত।

.