সচিনের আচরণে দুঃখ পেয়েছি, কিন্তু ভালবাসা কমেনি: কাম্বলি

জীবনের অন্যতম পার্টনারশিপ ছিল তাঁর সঙ্গে। বলা যেতে পারে বেড়ে ওঠার অন্যতম সঙ্গী ছিলেন তিনি। কিন্তু অবসরের সচিনের পার্টিতে দেখা গেল না তাঁকে। বন্ধু, সতীর্থ মিলিয়ে প্রায় সাড়ে চারশো জন নিমন্ত্রিত এসেছিলেন সচিনের পার্টিতে। কিন্তু দেখা গেল না বিনোদ কাম্বলিকে।

Updated By: Nov 21, 2013, 02:27 PM IST

জীবনের অন্যতম পার্টনারশিপ ছিল তাঁর সঙ্গে। বলা যেতে পারে বেড়ে ওঠার অন্যতম সঙ্গী ছিলেন তিনি। কিন্তু অবসরের সচিনের পার্টিতে দেখা গেল না তাঁকে। বন্ধু, সতীর্থ মিলিয়ে প্রায় সাড়ে চারশো জন নিমন্ত্রিত এসেছিলেন সচিনের পার্টিতে। কিন্তু দেখা গেল না বিনোদ কাম্বলিকে।
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কাম্বলি জানালেন, "সচিনের সঙ্গে গত ৭ বছর কথা হয়নি আমার। তবে আমরা মেসেজে শুভেচ্ছা বিনিময় করি। সচিন কেন আমার নাম উল্লেখ করেননি, পার্টিতে ডাকেননি, সেই বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। আমি সচিনকে দশ বছর বয়স থেকে চিনি। ওর উদাসীনতায় আমি সত্যিই দুঃখ পেয়েছি। পার্টনারশিপের ওয়ার্ল্ড রেকর্ড আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দুজনে একসঙ্গে না থাকলে আমি কখনও আমি হতাম না, সচিনও কিংবদন্তী হত না। কিন্তু আমার ভালবাসা সচিনের প্রতি একটুও কমেনি। ও আমাকে বন্ধু মনে না করলেও সারা জীবন মনে রাখার মতো অনেক মুহূর্ত আমরা একসঙ্গে কাটিয়েছি।"

.