১৪২১ -এর বর্ণাঢ্য আগমন ওপার বাংলার বুকে

ওপার বাংলায় একদিন আগেই এসে গেল পয়লা বৈশাখ। বর্ণময় উত্সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল ঢাকা। প্রতিবারের মতো এবারেও শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্ররা।

Updated By: Apr 14, 2014, 09:57 PM IST

ওপার বাংলায় একদিন আগেই এসে গেল পয়লা বৈশাখ। বর্ণময় উত্সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল ঢাকা। প্রতিবারের মতো এবারেও শোভাযাত্রার আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্ররা।

শুধু ছাত্ররাই নন উত্সবে যোগ দিয়েছিলেন কয়েক হাজার সাধারণ মানুষ। লক্ষ্মী পেঁচাকে গ্রাম বাংলায় সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয়। সেই ঐতিহ্যকে মনে রেখেই নতুন বছরের শোভাযাত্রার থিম ছিল লক্ষ্মী পেঁচা। এছাড়াও শোভাযাত্রায় ছিল বাঘ, মাছ, মা ওশিশু, চিংড়ি মাছ মুখে বিড়াল, বাংলার এমনই সব চেনা ছবির প্রতিকৃতি। শোভাযাত্রার পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় চলে নানা অনুষ্ঠান।

.