স্বনির্ভরতা বাড়াতে নয়া উদ্যোগ রাজ্যে

রাজ্যের বিভিন্ন জেলায় এবার রেশন দোকান চালাবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই মন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Updated By: Oct 6, 2012, 10:40 AM IST

রাজ্যের বিভিন্ন জেলায় এবার রেশন দোকান চালাবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখেই মন্ত্রীর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এতে গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে। ব্যক্তিমালিকানাধীন রেশন দোকানের পরিবর্তে গোষ্ঠী পরিচালিত রেশন দোকানে কর্মসংস্থান প্রায় কুড়িগুণ বাড়বে বলে দাবি মন্ত্রীর। একই সঙ্গে দুর্নীতি কমানো সম্ভব হবে বলেও মনে করছেন মন্ত্রী। প্রাথমিক ভাবে রাজ্যের ৩টি জেলায় এই নতুন রেশন দোকান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে এই মর্মে নির্দেশও পাঠিয়েছেন স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন মন্ত্রী।

.