গতবারের ফাইনালের নির্মম প্রতিশোধ, বিশ্বচ্যাম্পিয়নদের পর্যুদস্ত করে বিশ্বকাপ যাত্রা শুরু ভ্যান পার্সিদের

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জার হার। নেদারল্যান্ডসের কাছে পাঁচ-এক গোলে হারতে হল গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে। ডাচদের হয়ে জোড়া গোল করেন রবিন ভ্যান পার্সি আর আর্জেন রবেন। তিকিতাকাকে হারিয়ে টোটাল ফুটবলের প্রত্যাবর্তন। ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই লজ্জার হার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। দেল বস্কের দলকে পাঁচ-এক গোলে পর্যুদস্ত করে দুহাজার দশের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল ডাচরা। দুহাজার আট সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছে স্প্যানিশ আর্মাদা। শুক্রবার রাতে জাভি-ইনিয়েস্তাদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে আনল লুই ভ্যান গলের দল।

Updated By: Jun 14, 2014, 08:46 AM IST

বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জার হার। নেদারল্যান্ডসের কাছে পাঁচ-এক গোলে হারতে হল গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে। ডাচদের হয়ে জোড়া গোল করেন রবিন ভ্যান পার্সি আর আর্জেন রবেন। তিকিতাকাকে হারিয়ে টোটাল ফুটবলের প্রত্যাবর্তন। ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই লজ্জার হার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের। দেল বস্কের দলকে পাঁচ-এক গোলে পর্যুদস্ত করে দুহাজার দশের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল ডাচরা। দুহাজার আট সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছে স্প্যানিশ আর্মাদা। শুক্রবার রাতে জাভি-ইনিয়েস্তাদের কার্যত ক্লাবস্তরে নামিয়ে আনল লুই ভ্যান গলের দল।

এক বছর আগে কনফেডারেশন কাপ ফাইনালে ব্রাজিলের কাছে তিন গোলে হারতে হয়েছিল ক্যাসিয়াসদের। তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে স্পেনের সোনার সময় কি শেষের পথে...শুক্রবার রাতে স্পেনের লজ্জার হার সেই প্রশ্নটাকে আরও জোরালো করল। সালভাদরে মেগা ম্যাচের শুরুটা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না যে র‍্যামোসদের সামনে এতবড় একটা বিপর্যয় অপেক্ষা করছে। পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন জ্যাভি অল্যান্সো। কিন্তু দ্রুত ম্যাচে ফেরে ডাচরা। বিরতির ঠিক আগে অনবদ্য গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ভ্যান পার্সি। দ্বিতীয়ার্ধে ডাচদের পাওয়া যায় একেবারে অন্যমেজাজে। রবেন-ভ্যান পার্সিদের দাপটে কার্যত খড়কুটোর মত উড়ে যান জ্যাভি,ইনিয়েস্তারা। নেদারল্যান্ডস মাঝমাঠে দুরন্ত খেলেন রবেন। ভ্যান পার্সির পাশে জোড়া গোল করেন বায়ার্নের এই তারকা মিডফিল্ডারও। নেদারল্যান্ডস জার্সি গায়ে প্রথম গোল পেলেন দি ভির্জ। ক্যাসিয়াস নিশ্চিত গোল না বাঁচালে বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জা আরও বাড়ত। উনিশশো তেষট্টি সালের পর এটাই স্পেনের সবচেয়ে বড় ব্যবধানে হার। পরিস্থিতি যা তাতে প্রি কোয়ার্টার ফাইনালে সম্ভবত ব্রাজিলের মুখোমুখি হতে হবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে।

জাতীয় দলের জার্সিতে ফের একবার ম্যাজিক দেখালেন রবিন ভ্যান পার্সি। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের নায়ক ম্যান ইউয়ের এই তারকা স্ট্রাইকার। জোড়া গোল করেন আর্জেন রবেন-ও। চার বছর আগে দক্ষিণ আফ্রিকার সকার সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ডাচদের। ব্রাজিলে সেই হারের বদলা নিতে মুখিয়ে ছিলেন রবেন-ভ্যান পার্সিরা। তবে চারবছর আগের হারের বদলা স্পেনকে পাঁচ গোলে হারিয়ে নেবেন তা বোধহয় কল্পনাতেও ভাবেননি নেদারল্যান্ডস ফুটবলাররা। এবারের বিশ্বকাপে ভাল করার জন্য মূলত রবেন আর ভ্যান পার্সির দিকেই তাকিয়ে আছেন ডাচ কোচ ভ্যান গল। স্পেনের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দুরন্ত জয়ের পেছনেও কারিগর এই দুই তারকা ফুটবলারই। স্প্যানিশ আর্মাদার বিরুদ্ধে জোড়া গোল করেন রবেন আর ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকার ভ্যান পার্সি।

ম্যাচের সেরা ভ্যান পার্সি উনআশি মিনিট মাঠে ছিলেন। তার মধ্যেই শুধু দুগোল করাই নয়,গোলের মধ্যে চারটে শট মারেন এই তারকা স্ট্রাইকার। ম্যাচে মোট সাতাশটা পাস খেলেন ভ্যান পার্সি। জাতীয় দলের জার্সিতে শেষ নটা ম্যাচে দশটা গোল করলেন ম্যান ইউয়ের এই তারকা স্ট্রাইকার।

ভ্যান পার্সির মতই শুক্রবার রাতে উজ্জল ছিলেন আর্জেন রবেনও। নেদারল্যান্ডসের হয়ে শেষ সাত ম্যাচে সাত গোল করা হয়ে গেল তাঁর।

.