বাগবাজার সার্বজনীনের মণ্ডপ কিনল যশরাজ ফিল্মস

পুজো শেষ হয়েছে। কৈলাসে ফিরেছেন দেবী। কিন্তু মর্ত্যে পথের ধারে গড়ে ওঠা তাঁর ক্ষণস্থায়ী ঠিকানা এখনও অমলিন। শৈল্পিক মুন্সিয়ানায় সমৃদ্ধ কিছু মণ্ডপের কদর পুজোর পর আরও বেড়েছে। ডিজনিল্যান্ডে স্থান পেতে চলেছে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপসজ্জা। শুটিংয়ের জন্য বাগবাজার সার্বজনীনের মণ্ডপ কিনে নিয়েছে যশরাজ ফিল্মস। সরকারের সংগ্রহশালায় ঠাঁই পাচ্ছে বেশ কিছু প্রতিমা ও মণ্ডপসজ্জা।  

Updated By: Oct 27, 2012, 10:19 PM IST

পুজো শেষ হয়েছে। কৈলাসে ফিরেছেন দেবী। কিন্তু মর্ত্যে পথের ধারে গড়ে ওঠা তাঁর ক্ষণস্থায়ী ঠিকানা এখনও অমলিন। শৈল্পিক মুন্সিয়ানায় সমৃদ্ধ কিছু মণ্ডপের কদর পুজোর পর আরও বেড়েছে। ডিজনিল্যান্ডে স্থান পেতে চলেছে নাকতলা উদয়ন সংঘের মণ্ডপসজ্জা। শুটিংয়ের জন্য বাগবাজার সার্বজনীনের মণ্ডপ কিনে নিয়েছে যশরাজ ফিল্মস। সরকারের সংগ্রহশালায় ঠাঁই পাচ্ছে বেশ কিছু প্রতিমা ও মণ্ডপসজ্জা।  
পুজো শেষ হওয়ার পরেও মণ্ডপ এবং প্রতিমার কদর এখনও অটুট। এবার পুজোর থিমে প্রজাপতির জীবনচক্র ফুটিয়ে তুলেছিল নাকতলা উদয়ন সংঘ। বিশাল প্রজাপতির আদলে গড়ে তোলা হয়েছিল পুজোমণ্ডপ। মার্কিন মুলুকের ডিজনিল্যান্ডে ঠাঁই পেতে পারে মণ্ডপের সামনের সুবিশাল প্রজাপতি। ইতিমধ্যেই মার্কিন প্রতিনিধি দল মণ্ডপটি ঘুরে দেখেছে।
 এক নজরে দেখে নেওয়া যাক শহরের কোন পুজো মণ্ডপের অবস্থা প্রতিমা বিসর্জনের পর কি হচ্ছে!
--------------
 
উদয়ন সংঘের পুজোমণ্ডপ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও। তিনি রাজারহাটে রবিতীর্থের ক্যাম্পাসে প্রজাপতি আদলের এই মণ্ডপটি রাখতে চান।
 
-------------
 
স্বাভাবিক ভাবেই দোটানায় উদ্যোক্তারা। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পাল্লা ভারি ডিজনি ল্যান্ডের দিকে।
-----
বাগবাজার সার্বজনীন ক্লাবের পুজোমণ্ডপ শুটিংয়ের জন্য কিনে নিয়েছে যশরাজ ফিল্মস। পুজোর মধ্যে দুদফায় শুটিংও হয়ে গিয়েছে। পরের শুটিং মার্চ মাসে। এদিকে মুদিয়ালী ক্লাবের দাবি, তাদের মণ্ডপ সিনেমার সেট বানানোর জন্য নেওয়ার কথা ছিল যশরাজ ফিল্মসের। তাই মণ্ডপ বিক্রি করা হয়নি। এখন যশরাজ ফিল্মস সিদ্ধান্ত বদলে ফেলায় সমস্যায় উদ্যোক্তারা। 
-----
লেক গার্ডেন্স পিপলস্ অ্যাসোসিয়েশনের পুজোয় এবারের থিম ছিল কেরলের কলামণ্ডলম। মণ্ডপে ঢোকার মুখেই দুদিকে ছিল ছটি হাতি। ফাইবার গ্লাসের তৈরি এই ছটি হাতির মধ্যে তিনটি ভাগলপুরে যাচ্ছে। সেখানে একটি মন্দিরে তিনটি হাতিকে রাখা হবে। প্রতিটি হাতির জন্য চল্লিশ হাজার টাকা করে দাম পেয়েছে লেক গার্ডেন্স পিপলস্ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। বাকি তিনটি হাতি নিচ্ছে কলকাতার মালয়লম সোস্যাইটি।
-----
টানা রিকশা দিয়ে মণ্ডপ সাজিয়েছিল বোসপুকুর শীতলামন্দির। তাদের প্রতিমা ইতিমধ্যেই রাজ্য সরকারের একটি আর্ট গ্যালারিতে ঠাঁই পেয়েছে। মণ্ডপের সামনের দুটি গেট এবং কিছু ডেকোরেশনও আর্ট গ্যালারিতে রাখা হবে। মণ্ডপের বাকি অংশটা কালীপুজোর জন্য চার লক্ষ পঁচিশ হাজার টাকায় কিনে নিয়েছে মধ্যমগ্রামের একটি পুজো কমিটি। 
----- 
একই রকম ভাবে ত্রিধারা সম্মেলনীর পুজোমণ্ডপের সামনে গড়ে ওঠা বিশাল বুদ্ধমূর্তি ঠাঁই পাচ্ছে রাজ্য সরকারের সংগ্রহশালায়।
-----
হিউম্যান ক্লোনিংয়ের বিরোধিতায় পুজোমণ্ডপ গড়েছিল শিবমন্দির। তাদের দুর্গামূর্তি সংরক্ষণ করা হচ্ছে। মণ্ডপের সামনেই তৈরি হয়েছিল বাইশ ফুটের রক্তবীজ। তাও সংগ্রহশালায় ঠাঁই পাবে। মণ্ডপের বাকি অংশ পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে চন্দননগরের একটি পুজো কমিটি। ওই মণ্ডপে জগদ্ধাত্রী পুজো করবে তারা।
----- 
দমদম পার্ক তরুণ সংঘের মণ্ডপ বিক্রি হয়েছে সাড়ে তিন লক্ষ টাকায়।
-------
আহিরিটোলা সার্বজনীনের থিম ছিল ড্রাগন ফেস্টিভ্যাল। মণ্ডপ বিক্রি হয়েছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকায়। দমদম পার্ক তরুণ সংঘ এবং আহিরিটোলা সার্বজনীন, দুটোরই মণ্ডপ যাচ্ছে চন্দননগরে।
-------
নলিন সরকার স্ট্রিট, তেলেঙ্গাবাগান, বোসপুকুর  শীতলা মন্দির, চেতলা অগ্রণী, বড়িশা এবং নেতাজি স্পোর্টিং লেকটাউনের পুজোমণ্ডপও রাজ্য সরকারের আর্ট গ্যালারিতে ঠাঁই পাচ্ছে। 
 

.