অরবিন্দ কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

Updated By: Apr 7, 2014, 05:24 PM IST

জন্ম- ১৬ অগাস্ট, ১৯৬৮

বাসস্থান- গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ

কোন কেন্দ্র থেকে লড়ছেন- বারাণসী (উত্তরপ্রদেশ)

গতবারের কেন্দ্র- এই বারই প্রথম লোকসভা ভোটে লড়ছেন। ২০১৩ সালে দিল্লি বিধানসভা ভোটে নয়া দিল্লি থেকে দাঁড়িয়ে হারিয়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীতকে।

পদ- দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী (৪৯ দিনের সরকার)। জনলোকপাল বিল নিয়ে দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্না হাজারের সহকর্মী। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করার সিদ্ধান্ত নিয়ে ২০১২ সালের নভেম্বরে আম আদমি পার্টির প্রতিষ্ঠা। হাজারের সঙ্গে মত বিরোধ। আপ-এর এক্সিকিউটিভ কমিটির প্রধান।

কোন কোন বিষইয়ে এগিয়ে- স্বচ্ছ ভাবমূর্তি। এক শ্রেনীর শহুরে শিক্ষিতদের মধ্যে ভাল প্রভাব। দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। কোনও কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন।

দুর্বলতা- রাজনৈতিক দূরদর্শিতার অভাব। দিল্লি ও অনান্য কিছু মেট্রোপলিটন শহরগুলি ছাড়া প্রভাব কম। ছোট খাট বিতর্ক পিছন ছাড়ছে না। খামখেয়ালী। ক্ষমতার থেকে প্রত্যাশা বেশি।

জনপ্রিয়তা কোথায়- মূলত শহুরে শিক্ষিত এক শ্রেনীর উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে। শহরেরই শিক্ষিত যুব সমাজের মধ্যে। দিল্লি, হরিয়াণা, উত্তরপ্রদেশের একাংশ ও দক্ষিণ ভারতের কিছু শহরে।

জনপ্রিয়তার অভাব- গ্রামাঞ্চলে। দেশের নিম্নবিত্ত শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে।

.