`বাঙাল` হঠাও আন্দোলনে নেমেছেন মোদী: বিমান

বাংলাদেশি শরনার্থী ইস্যুতে ফের নরেন্দ্র মোদীর নিন্দায় সরব হল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য, বাংলাদেশিদের ফেরত পাঠানোর নাম করে মোদী যা বলছেন তা বাঙাল খেদাও আন্দোলনে পরিনত হবে। তাঁর আরও দাবি, প্রথমবার তৃণমূলের হাত ধরেই রাজ্যে ঢুকেছিল বিজেপি তাই দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও।

Updated By: May 6, 2014, 10:32 AM IST

বাংলাদেশি শরনার্থী ইস্যুতে ফের নরেন্দ্র মোদীর নিন্দায় সরব হল বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মন্তব্য, বাংলাদেশিদের ফেরত পাঠানোর নাম করে মোদী যা বলছেন তা বাঙাল খেদাও আন্দোলনে পরিনত হবে। তাঁর আরও দাবি, প্রথমবার তৃণমূলের হাত ধরেই রাজ্যে ঢুকেছিল বিজেপি তাই দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও।

রাজ্যে প্রচারে এসে শ্রীরামপুরের জনসভায় প্রথমবার বাংলাদেশি শরনার্থী প্রসঙ্গে টেনেছিলেন নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার সভায় বুঝিয়েছিলেন ভোটের আগে সুর নরম রাখলেও নিজস্ব লাইন থেকে সরেনি বিজেপি। মোদীর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে রাজ্যের রাজনৈতিক মহলে। নিন্দায় সরব হয় বামেরা। সোমবারও ফের একবার কড়া ভাষায় মোদীর বিরুদ্ধে সোচ্চার হল বামফ্রন্ট। রবিবার মোদীর কড়া সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন তিনি। সোমবার এনিয়ে কমিশনের কাছে নালিশও করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু, বামেদের অভিযোগ প্রথমবার তৃণমূলের হাত ধরেই রাজ্যে ঢুকেছিল বিজেপি। তাই এখন নিন্দায় সোচ্চার হলেও দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী।

চতুর্থ দফা ভোটের আগে মোদীর বাংলাদেশি মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

.