তৃণমূলের সঙ্গে বিজেপির `অশুভ আঁতাতের` অভিযোগ আনলেন অধীর, অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী

বিজেপির সঙ্গে তৃণমূলের জোট সম্ভাবনা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলকে হারাতে রাজ্যে অশুভ জোট চছে।

Updated By: May 3, 2014, 09:14 PM IST

বিজেপির সঙ্গে তৃণমূলের জোট সম্ভাবনা উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলকে হারাতে রাজ্যে অশুভ জোট চছে।

কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিস্ফোরক অভিযোগ, গত দুতিন মাস ধরে তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ ঘনঘন বিজেপি সভাপতির বাড়িতে যাচ্ছেন। এতেই স্পষ্ট তৃণমূল-বিজেপির অঘোষিত গাঁটছড়া। ভিও- দিনকয়েক ধরেই তৃণমূল বিজেপির গোপন আঁতাত নিয়ে সরব ছিলেন বিরোধীরা। শুক্রবার নৈহাটির জনসভায় সেই অভিযোগকে কার্যত সিলমোহর দিয়ে গিয়েছিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি মৈত্রীর বার্তা দিয়েছিলেন তিনি।

রাজনাথ সিংয়ের বার্তার পরই বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশকংগ্রেস সভাপতি অধীর চোধুরী।তাঁর অভিযোগ তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ প্রায়ই বিজেপি সভাপতির বাড়ি যাচ্ছেন।

এখানেই শেষ নয়। একধাপ এগিয়ে অধীর চৌধুরীর আরও দাবি, সারদা কাণ্ডে ইডি বা সিবিআই তদন্ত যাতে না হয় বিজেপির কাছে সে আশ্বাসও পেয়েছে তৃণমূল।

গোপন আঁতাতের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় ওয়েবসাইটে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন প্রতিক্রিয়া অধীর চৌধুরী চরম মিথ্যাবাদী। তৃণমূল বিজেপির হাত ধরবে কিনা তার উত্তর মিলবে ষোলোই মের পর। তবে, জোট সম্ভাবনা নিয়ে চতুর্থ দফা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি।

.