কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন জুতসি

চতুর্থ দফার নির্বাচনে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জোর করে কোনও এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার রিপোর্ট পাওয়া গেলে, তা স্ক্রুটিনির আওতায় আসবে।

Updated By: May 6, 2014, 09:48 PM IST

চতুর্থ দফার নির্বাচনে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জোর করে কোনও এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার রিপোর্ট পাওয়া গেলে, তা স্ক্রুটিনির আওতায় আসবে।

পুনর্নির্বাচনের সিদ্ধান্তের ক্ষেত্রে সেই স্ক্রুটিনি রিপোর্ট বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে জুত্‍সি জানান, ভোটগ্রহণের সময় গোলমাল পাকানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ হয়েছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।

চতুর্থ দফার নির্বাচনে জঙ্গলমহলের প্রতিটি বুথ ছাড়া অন্যত্র সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় অধিকাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনীকে দেখতে না পাওয়ার অভিযোগ ছিল। পরের দফায় সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধীরা সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায়। যদিও এদিন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যেসব বুথে থাকছে না বাহিনী সেখানে মাইক্রো- অবসারভার, ভিডিওগ্রাফির মাধ্যেমে নজরদারি চালাবে কমিশন। এছাড়াও থাকবে আকাশপথে হেলিকপ্টারের মাধ্যেমে নজরদারি। অন্যদিকে, এদিন দিল্লিতে তৃতীয় দফার ৪৩ বুথের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে।

.