কেন্দ্রভিত্তিক LIVE UPDATE: রায়গঞ্জ

সত্যরঞ্জন দাসমুন্সি(তৃণমূল কংগ্রেস) মহম্মদ সেলিম(সিপিআইএম) দীপা দাসমুন্সি(কংগ্রেস) শচীন্দ্রনাথ দাস(বিজেপি)

Updated By: Apr 24, 2014, 04:25 PM IST

এই কেন্দ্রে ভোটে লড়ছেন কারা-

সত্যরঞ্জন দাসমুন্সি(তৃণমূল কংগ্রেস)
মহম্মদ সেলিম(সিপিআইএম)
দীপা দাসমুন্সি(কংগ্রেস)
শচীন্দ্রনাথ দাস(বিজেপি)

দুপুর ৩.১৫- দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার--

রায়গঞ্জ-৭০.৬৩ শতাংশ

সকাল ১১.১৫টা- বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার--

রায়গঞ্জ-৪০.৫৫ শতাংশ।

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার:

রায়গঞ্জ- ১৯%

৭টা ২০: রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ইভিএম খারাপ, হল না ভোট রায়গঞ্জ কেন্দ্রের ১৫১ নং বুথ। সেখানে শুরু হয়নি ভোটগ্রহণ।

৭টা ১০: প্রতি বুথে ২টি করে ইভিএম। আনা হয়েছে অতিরিক্ত ২ হাজার ইভিএম।

সকাল ৭টা: শুরু হল ভোটগ্রহণ।

রাজ্যে আজ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রায়গঞ্জ সহ চার জেলার মোট ছটি আসনে ভোটগ্রহণ আজ। রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাশমুন্সির উত্তরাধিকার দখলে লড়ছেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি এবং তৃণমূল প্রার্থী সত্যরঞ্জন দাশমুন্সি। এই কেন্দ্রে লড়াইয়ে আছেন সিপিআইএমের মহম্মদ সেলিমও।

.