নরেন্দ্র মোদী

এই প্রথম লোকসভায় লড়ছেন। এতদিন বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন।

Updated By: Apr 7, 2014, 05:29 PM IST

জন্ম- ১৭ সেপ্টেম্বর, ১৯৫০
বাসস্থান- গুজরাত
নির্বাচনী কেন্দ্র- বারানসী (উত্তর প্রদেশ)।। বরোদা (গুজরাত)

এই প্রথম লোকসভায় লড়ছেন। এতদিন বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন।

পদ- বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, গুজরাত মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কমিটির প্রধান।
মোদীর চমক- মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাতের উন্নয়ন, প্রচারে ঝড় তোলা, ডিজিটাল মিডিয়ায় জোর প্রচার, দলের বড় অংশ ঝাঁপিয়ে পড়া।
দুর্বলতা- গুজরাত দাঙ্গা, এনডিএ-এর পুরনো দলের নেতাদের সমর্থন না পাওয়া, দলের প্রবীণ নেতাদের সেভাবে সমর্থন না পাওয়া।

জনপ্রিয়তা- শহুরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শিল্প মহলে।
জনপ্রিয়তার অভাব- মুসলিম প্রধান অঞ্চলে, গ্রামীন ভোটব্যাঙ্ক।

রাজনৈতিক মহলের মত নরেন্দ্র দামোদর দাস মোদীকে কেন্দ্র করেই দেশে সরকার পরিবর্তনের ঝড় উঠেছে। নির্বাচনী প্রচারে মোদীর চপারের ব্লেড যত না তুফান তুলছে, তার চেয়ে বেশি জোর প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ভাষণে। গুজরাতের উন্নয়নকে শিখণ্ডী করে প্রত্যেকটি প্রচারে কংগ্রেসকে কাছা খোলা করছেন মোদীজি। ভোটের আগে যে সমালোচকদের উৎসাহ সবচেয়ে বেড়ে যায়, তাঁরাই কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে এগিয়ে রাখছেন। অধিকাংশ যৌথ জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসাবে এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।

.