রবিবারের রোদ্দুরে সমুদ্রতটের প্রচার

কম সময়ে বেশি ভোটারদের কাছে পৌছতে সকাল সকাল রবিবাসরীয় প্রচার সারলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। রোড শোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রাও করেন তিনি। কাঁথির বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। কথা বলেন ভোটারদের সঙ্গে। প্রচারে তাঁর ইস্যু রাজ্যে চলা একের পর এক সন্ত্রাসের ঘটনা।

Updated By: Apr 20, 2014, 07:49 PM IST

কম সময়ে বেশি ভোটারদের কাছে পৌছতে সকাল সকাল রবিবাসরীয় প্রচার সারলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তাপস সিনহা। রোড শোর পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রাও করেন তিনি। কাঁথির বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। কথা বলেন ভোটারদের সঙ্গে। প্রচারে তাঁর ইস্যু রাজ্যে চলা একের পর এক সন্ত্রাসের ঘটনা।

রবিবাসরীয় প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও। আজ দিনভর প্রচার চালালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইঞা। পাঁশকুড়ার বিভিন্ন গ্রামে হুড খোলা জিপে করে রোড শো করেন তিনি। কথা বলেন ভোটারদের সঙ্গে। এদিন মানস ভুঁইঞার প্রচার ঘিরে আমজনতার উন্মাদনা ছিল তুঙ্গে।

রবিবার দিনভর প্রচারে ব্যস্ত থাকলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ কোলাঘাট থানার মাছিনান গ্রামের একটি মসজিদে প্রণাম সেরে প্রচার শুরু করেন তিনি। প্রায় তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার চালান তিনি। কথা বলেন পথ চলতি মানুষের সঙ্গে। এরপর মাছিনানে কর্মীসভা করেন তিনি। উন্নয়নকে হাতিয়ার করে এদিন প্রচার সারেন তিনি।

.