সস্তা হচ্ছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধ

দাম কমছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধের। ন্যাশনল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি ৫০৯টি জীবনদায়ী ওষুধের দাম নির্দিষ্ট করে দিয়েছে। সংসদে জানানো হয়েছে এর ফলে ১২৭টি ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাবে।

Updated By: Mar 3, 2015, 06:41 PM IST
 সস্তা হচ্ছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধ

ওয়েব ডেস্ক: দাম কমছে ৫০৯টি অত্যাবশকীয় ওষুধের। ন্যাশনল ফার্মাসিউটিকল প্রাইসিং অথোরিটি ৫০৯টি জীবনদায়ী ওষুধের দাম নির্দিষ্ট করে দিয়েছে। সংসদে জানানো হয়েছে এর ফলে ১২৭টি ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাবে।

কেন্দ্রীয় রাসয়ানিক ও সার প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম লোকসভায় জানিয়েছেন ''২০১৩ সালের ডিপিসিও-র অধীনের সিড্যুইল ওয়ান অনুযায়ী ৬৮০টি ওষুধের মধ্যে ৫০৯টির ওষুধের দাম বেঁধে দিয়েছে এনপিপিএ।''

৫০৯টি ওষুধের মধ্যে ১২৭টি অত্যাবশকীয় ওষুধের দাম ৪০%-এর বেশি হ্রাস পাচ্ছে। ৩৪টির দাম ৩৫% থেকে ৪০% কমে যাচ্ছে।

এছাড়াও ৩০টি ওষুধের দাম ৩০% থেকে ৩৫%, ৫৭টির দাম ২৫%-৩০% ও ৬৫টির দাম ২০% থেকে ২৫% হ্রাস পাচ্ছে।

এর পাশাপাশি  ৪৪টি ওষুধের দাম ১৫%-২০%, ৫৫টির দাম ১০%-১৫%, ৪৬টির দাম ৫%-১০% ও ৫১টির দাম ৫% কমছে।

 

.