রাগ পালটে দিতে পারে মস্তিষ্কের চেহারা

Updated By: Feb 6, 2016, 04:05 PM IST
রাগ পালটে দিতে পারে মস্তিষ্কের চেহারা

ওয়েব ডেস্কঃ মানুষের ষড় রিপুর একটি হলো ক্রোধ। এই ক্রোধকে মানুষের খারাপ গুণ বলেই ধরা হয়। ক্রোধের মধ্যে সর্বদা থাকে ধবংসের ইঙ্গিত। তাই মুনি ঋষিরা এই ক্রোধকে ত্যাগ করারই উপদেশ দিয়ে এসেছেন। কিন্তু বিজ্ঞান এখন বলছে অন্য কথা। ক্রোধ নাকি সৃষ্টিও করতে পারে। ক্রোধের ফলে মস্তিষ্কে জন্ম হয় নতুন কোষের। শুধু তাই নয়, পাল্টে দিতে পারে পুরো মস্তিষ্কের গঠনও। মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টকনোলজির একড়ি পরীক্ষায় পাওয়া গিয়েছে রাগের এই উপকারিতা।

বিজ্ঞানীরা প্রাথমিক ভাবে এই পরীক্ষা চালিয়েছেন ইঁদুরের ওপর। বেশ কিছু ইঁদুরকে একটি খাঁচায় রেখে তাদেরকে উত্তক্ত করতে থাকা হয়। একসময় তারা একে অপরের সঙ্গে মারামারি করতে শুরু করে। লড়াই শেষ হয়ে যাওয়ার পর জয়ী ইঁদুরটির মস্তিষ্ক পরীক্ষা করে দেখা যায় অতিরিক্ত ক্রোধের ফলে কিছু নতুন কোষের সৃষ্টি হয়েছে এবং এই কোষগুলি মস্তিষ্কের যে অংশে স্মৃতি থাকে সেই অংশকে আরও দৃঢ় করে।

 

.