হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা

হৃদরোগ হিসাবে দুটি রোগের নাম প্রায়শই শোনা যায়। একটি হল- হার্ট অ্যাটাক, আরেকটি কার্ডিয়াক অ্যারেস্ট। অনেকে প্রায়শই এই দু'টি রোগকে গুলিয়ে ফেলে একটি রোগই ভাবেন। কিন্তু এই দুটি রোগ একেবারেই আলাদা দুটি রোগ, যাদের উপসর্গও ভিন্ন ভিন্ন। কিন্তু কোথায় আলাদা?

Updated By: Dec 5, 2016, 01:47 PM IST
হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু এক নয়, সম্পূর্ণ আলাদা

ওয়েব ডেস্ক: হৃদরোগ হিসাবে দুটি রোগের নাম প্রায়শই শোনা যায়। একটি হল- হার্ট অ্যাটাক, আরেকটি কার্ডিয়াক অ্যারেস্ট। অনেকে প্রায়শই এই দু'টি রোগকে গুলিয়ে ফেলে একটি রোগই ভাবেন। কিন্তু এই দুটি রোগ একেবারেই আলাদা দুটি রোগ, যাদের উপসর্গও ভিন্ন ভিন্ন। কিন্তু কোথায় আলাদা?

হার্ট অ্যাটাক-
করনারি ধ্বমনীতে কোলও বাধা বা বল্কেজ তৈরি হলে হার্ট অ্যাটাক ঘটে থাকে। সাধারণত, রক্ত জমাট বাঁধার জন্য এরকমটা ঘটে থাকে। যদি এই ধরনের জমাট বাঁধা রক্তকে সরানো না যায় তাহলেই বিপদ ঘটে।

আরও পড়ুন- কী এই উইলসন ডিজিজ?

কার্ডিয়াক অ্যারেস্ট-
কার্ডিয়াক অ্যারেস্ট হলে হৃদস্পন্দন থেমে যায়। কিন্তু, হার্ট অ্যাটাক হলে স্পন্দন থামে না। এমন কি হৃত্পিণ্ডে রক্ত সংবহন বন্ধ হয়ে গেলেও স্পন্দন চলতেই থাকে।

আরও পড়ুন- স্বাস্থ্যকর এবং সিল্কি চুল পেতে চান? এগুলো খান

.