ফিক্সিং: ভূতের মুখে রাম নাম

বলতে পারেন ভূতের মুখে রাম নাম। অথবা বেড়াল বলে মাছ খাব না। ক্রিকেট বেটিংয়ের থেকে যে টাকা আসে সেটা নাকি এতটাই অসত্‍ পথে আসা যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সেই টাকা ছোঁনই না। দাবি করেছেন তাঁর ডান হাত ছোটা শাকিল। উড়িয়ে দিয়েছেন স্পট ফিক্সিং কাণ্ডের পেছনে ডি কোম্পানির হাত থাকার অভিযোগ। মানে কি বোঝাতে চাইছেন শাকিল?

Updated By: May 23, 2013, 08:52 PM IST

বলতে পারেন ভূতের মুখে রাম নাম। অথবা বেড়াল বলে মাছ খাব না। ক্রিকেট বেটিংয়ের থেকে যে টাকা আসে সেটা নাকি এতটাই অসত্‍ পথে আসা যে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম সেই টাকা ছোঁনই না। দাবি করেছেন তাঁর ডান হাত ছোটা শাকিল। উড়িয়ে দিয়েছেন স্পট ফিক্সিং কাণ্ডের পেছনে ডি কোম্পানির হাত থাকার অভিযোগ। মানে কি বোঝাতে চাইছেন শাকিল?
দাউদের উপার্জনের পুরোটাই সত্‍ পথে করা? শাকিলের বক্তব্য অনুযায়ী হ্যান্সি ক্রোনিয়ের সময় তাঁদের গ্যাং বেটিংয়ে জড়িত ছিল। কিন্তু ২০০২ সালের পর থেকে বেটিংয়ে নাকি তাঁরা  হাতই দেননি। দাউদই তাঁদের বেটিং থেকে দুরে থাকার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন শাকিল। স্পট ফিক্সিংয়ে দাউদের নাম টেনে আনার জন্য মিডিয়াকে দায়ী করেছেন দুবাইয়ের মাফিয়া ডনের শাগরেদ।  

.