ট্রাজিক নায়ক নারিন, সুপার হিরো গোনি

এজন্যই বলে ক্রিকেট। হ্যাটট্রিক করেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হল সুনীল নারিনকে। আজ তাঁর কোথায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়ার কথা, আর কোথায় তিনি...।

Updated By: Apr 16, 2013, 09:06 PM IST

এজন্যই বলে ক্রিকেট। হ্যাটট্রিক করেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হল সুনীল নারিনকে। আজ তাঁর কোথায় সতীর্থদের কাঁধে মাঠ ছাড়ার কথা, আর কোথায় তিনি...।
`সোনার হাতের` মালিক আজ একাই কাঁপিয়ে দিয়েছিলেন, কিন্তু দিনের শেষে নায়ক মনপ্রীত সিং গোনি।
আইপিএল সিক্সে প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিক করলেন কেকেআর-এর বিস্ময় স্পিনার সুনীল নারিন। ১৪ তম ওভারে নারিন পরপর তিন বলে ফেরান আজহার মেহমুদ (০) , ডেভিড হাসি (১২), গুরকিরাত সিং (০)-কে। সব মিলিয়ে পঞ্জাবে এখন সুনীল কম্প চলছে। যাতে থড়হড়ি কম্পমান প্রীতি জিন্টার দলের।
প্রথমে ডেভিড হাসি। পরের বলেই আজহার মেহমুদকে কট অ্যান্ড বোল্ড। পরের বলেই অনামী গুরকিরত সিংকে আউট করে আইপিএলে প্রথম হ্যাটট্রিক করলেন সুনীল নারিন। আইপিএল ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক। সুনীলের হ্যাটট্রিকের সৌজন্যে চাপে পড়ে যায় কিংস ইলেভেন পঞ্জাব।

.