বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ১ সপ্তাহে ১৬

ওয়েব ডেস্ক: পরপর শিশুমৃত্যু বি সি রায় শিশু হাসপাতালে। ঘত ২৪ ঘণ্টায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বিধান রায় শিশু হাসপাতালে। গত ১ সপ্তাহে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিভাবকদের বিক্ষোভে এ দিন উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। চিকিত্সায় গাফিলতি, হাসপাতালের অবহেলার অভিযোগ তুলেছেন তারা।

Updated By: Mar 20, 2015, 11:32 AM IST
বিসি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ১ সপ্তাহে ১৬

ওয়েব ডেস্ক: পরপর শিশুমৃত্যু বি সি রায় শিশু হাসপাতালে। ঘত ২৪ ঘণ্টায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে বিধান রায় শিশু হাসপাতালে। গত ১ সপ্তাহে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিভাবকদের বিক্ষোভে এ দিন উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। চিকিত্সায় গাফিলতি, হাসপাতালের অবহেলার অভিযোগ তুলেছেন তারা।

মৃত শিশুদের প্রত্যেকেই জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় হাসপাতালে। সেখান থেকে খিঁচুনি ও অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুরা। এমনকী, যেইসব শিশুদের ৪-৫দিন আগে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তারাও পুনরায় অসুস্থ হয়ে হাসপাতালে ফিরে আসে। এরপরই অতিরিক্ত জ্বর, শ্বাসকষ্ট জনিত সমস্যা ও খিঁচুনি থেকে সেরিব্রাল অ্যাটাক হয়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। যদিও, ঠিক কী কারণে এমনটা হল তা নিয়ে এখনও ধন্দে রয়েছেন চিকিত্সকরা। রয়েছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। অন্যান্য শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

.