ব্রিগেড সমাবেশের ডাক দেন সুদীপ্ত- ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ

চব্বিশ ঘণ্টার হাতে চাঞ্চল্যকর ফুটেজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের বছর খানেক আগে ব্রিগেডে এক সমাবেশের কথা ঘোষণা করেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। এরাজ্যে পরিবর্তনের পথে নাকি টাকা ঢেলেছিলেন সুদীপ্ত। সেই কথাতে কি ছিল তারই ইঙ্গিত? দেখুন চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ খবর।

Updated By: Apr 27, 2013, 06:41 PM IST

চব্বিশ ঘণ্টার হাতে চাঞ্চল্যকর ফুটেজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের বছর খানেক আগে ব্রিগেডে এক সমাবেশের কথা ঘোষণা করেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। এরাজ্যে পরিবর্তনের পথে নাকি টাকা ঢেলেছিলেন সুদীপ্ত। সেই কথাতে কি ছিল তারই ইঙ্গিত? দেখুন চব্বিশ ঘণ্টার এক্সক্লুসিভ খবর। সেই এক্সক্লুসিভ ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

সারদা কেলেঙ্কারিতে একের পর এক নেতা-মন্ত্রীর নাম জড়ানোর পর, শাসক-সারদার ঘনিষ্ঠতার ছবিটা অনেকটাই স্পষ্ট। এরই মধ্যে সামনে এলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে ২০১০ সালে সারদা একটি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ। যে অনুষ্ঠানে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের চাঞ্চল্যকর ঘোষণা--২০১২ সালে ব্রিগেডে সমাবেশ করতে চান তাঁরা।
 
এখানেই শেষ নয়। ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে তিনি কী বলতে চান, সে বার্তাও দিয়েছিলেন সুদীপ্ত সেন। ইতিমধ্যেই অসমে সরকার ভাঙার পিছনে সারদার টাকার খেলা ছিল বলে অভিযোগ উঠেছে। সারদাকাণ্ডে নাম জড়িয়েছে অসমের বিরোধী দলের নেতাদের। এ রাজ্যেও উঠছে শাসক-সারদার যোগসাজশের অভিযোগ। এরই মধ্যে সুদীপ্ত সেনের এই চাঞ্চল্যকর ঘোষণার পিছনে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের পালাবদলের দিকে তাকিয়েই কি সেদিন রাজনৈতিক বার্তা দিতে ব্রিগেডে সমাবেশ করার কথা ঘোষণা করেন সুদীপ্ত সেন? 
২০১১ সালের ঠিক আগের বছরে সারদা কর্তার এই বক্তব্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে সারদার টাকা ব্যবহারের অভিযোগ উঠছে। সুদীপ্ত সেনের এমন ঘোষণা সেই অভিযোগকে আরও জোরাল করছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

.