সরকারি চাকরির আবেদনের জন্য বয়ঃসীমা বেড়ে গেল

সরকারি চাকরির আবেদনের জন্য বয়ঃসীমা বেড়ে গেল। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি চাকরির গ্রুপ A পদে আবেদনের জন্য বয়স সীমা ৩২ বছর থেকে বেড়ে ৩৬ বছর করা হবে। শুধু তাই নয়, গ্রুপ B-র ক্ষেত্রে আবেদন করা যাবে ৩৯ বছর বয়স পর্যন্ত। অপরিবর্তিত থাকছে গ্রুপ C আর D পদে আবেদনের বয়ঃসীমা।

Updated By: Jan 28, 2017, 08:15 AM IST
 সরকারি চাকরির আবেদনের জন্য বয়ঃসীমা বেড়ে গেল

ওয়েব ডেস্ক: সরকারি চাকরির আবেদনের জন্য বয়ঃসীমা বেড়ে গেল। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি চাকরির গ্রুপ A পদে আবেদনের জন্য বয়স সীমা ৩২ বছর থেকে বেড়ে ৩৬ বছর করা হবে। শুধু তাই নয়, গ্রুপ B-র ক্ষেত্রে আবেদন করা যাবে ৩৯ বছর বয়স পর্যন্ত। অপরিবর্তিত থাকছে গ্রুপ C আর D পদে আবেদনের বয়ঃসীমা।

আরও পড়ুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে প্রবল দাপটে ফিরল SFI

অন্যদিকে, তফশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী চাকরির আবেদনের বয়সে অতিরিক্ত ৫ বছর ছাড় পাবেন। চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরাও ৬০ বছর পর্যন্ত চাকরির সুযোগ পাবেন।

আরও পড়ুন  শিশু ও নবজাতকের চিকিত্সায় নয়া উদ্যোগ কলকাতা মেডিক্যাল কলেজের

.