বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার লালবাজারে

ব্যরিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন একদন বিজেপি কর্মী। পুলিস যখন তাঁদের বাধা দিতে ব্যস্ত থাকে, তখন পুলিসেরই চোখে ধূলো দিয়ে অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করে অপর দল। লালবাজারে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

Updated By: Mar 7, 2018, 03:07 PM IST
বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার লালবাজারে

নিজস্ব প্রতিবেদন:  বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার লালবাজার চত্বর। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

আরও পড়ুন: লেনিনের বদলা! কলকাতায় কালিমালিপ্ত শ্যামাপ্রসাদ

বুধবার রাজ্য দফতর থেকে লালবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। আগে থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, লালবাজার চত্বরে পুলিস বাহিনী মোতায়েন ছিল। লালবাজারে মিছিল এগোতেই বাধা দেয় পুলিস। ব্যরিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন একদন বিজেপি কর্মী। পুলিস যখন তাঁদের বাধা দিতে ব্যস্ত থাকে, তখন পুলিসেরই চোখে ধূলো দিয়ে অন্য দিক থেকে ঢোকার চেষ্টা করে অপর দল। লালবাজারে সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন: ঘরে ঢুকতেই স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে বিছানায় দেখলেন স্বামী! গাইঘাটায় মনুয়াকাণ্ডের ছায়া

উল্লেখ্য, আগামিকাল নারী দিবস। বিজেপির অভিযোগ, নারী পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম সবার উপরে। তারই প্রতিবাদে এদিনের আইন অমান্য কর্মসূচি বিজেপির।

.