মুকুল প্রসঙ্গে অমিত শা-র ধমক খেলেন বিজেপির রাজ্য নেতারা

মুকুল রায় প্রসঙ্গে দলের অবস্থান ঠিক কী? এই প্রশ্ন তুলে কার্যত অমিত শা-র ধমক খেলেন বিজেপির রাজ্য নেতারা। দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ,মুকুল নয়, আপাতত নজর দিন সংগঠনে।

Updated By: Mar 19, 2015, 08:22 AM IST

ওয়েব ডেস্ক: মুকুল রায় প্রসঙ্গে দলের অবস্থান ঠিক কী? এই প্রশ্ন তুলে কার্যত অমিত শা-র ধমক খেলেন বিজেপির রাজ্য নেতারা। দলের সর্বভারতীয় সভাপতির নির্দেশ,মুকুল নয়, আপাতত নজর দিন সংগঠনে।

রাজ্যজুড়ে পুর নির্বাচনের দামামা বেজে গেছে।  পুরভোটের এই প্রস্তুতি পর্বেই  সোমবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং রাজ্য নেতৃত্বের সঙ্গে একদফা বৈঠক  করেন । দুহাজার ষোলোর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের রোড ম্যাপ কী হবে, তাই ছিল বৈঠকের মূল আলোচ্য। লালবাড়ি দখলের সেই রোড ম্যাপ নিয়েই বুধবার দিল্লিতে রাজ্য নেতাদের বৈঠক ডাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পুরভোটের প্রার্থীবাছাই নিয়ে  রাজ্য দফতরে বিক্ষোভে  মঙ্গলবার  মুকুল রায় সম্পর্কে  দলের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন একশ্রেণির কর্মী-সমর্থকরা।
 
মুকুলকে নিয়ে বিজেপির রাজ্য নেতাদেরও ইদানীং নানা মহলের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল বলে খবর। তাই অমিত শার মুখোমুখি হয়ে এদিন রাজ্য নেতাদের একাংশ মুকুল রায়ের প্রসঙ্গ তোলেন । দলীয় সূত্রের খবর, এতেই রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন সর্বভারতীয় সভাপতি। মুকুল রায়কে নিয়ে রাজ্য নেতাদের ভাবার দরকার নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। তাঁর স্পষ্ট নির্দেশ, সংগঠন মজবুত করায় দিকেই সবচেয়ে বেশি নজর দিতে হবে।  বুথ কমিটি সর্বত্র তৈরি না হওয়া নিয়ে জবাবদিহিও চান তিনি। পুরভোটের মুখে বিধানসভা ভোটের রোডম্যাপ তৈরি নিয়ে  গেরুয়া শিবিরের তত্‍পরতায় প্রশ্ন উঠেছিল, তাহলে কি পুরভোটে বিজেপির সেমিফাইনাল নয়? রাজনৈতিক মহলের মতে, সংগঠন মজবুত করার নির্দেশের মাধ্যমে অমিত শা স্পষ্ট বার্তাই দিতে চেয়েছেন । রাজ্যে ক্ষমতাদখলই পাখির চোখ করতে চাইছে বিজেপি।

.