পুলিসকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, মানবাধিকার কমিশনে অভিযোগ এপিডিআরের

পুলিসকর্মীর সঙ্গে দুর্বব্যহারের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল এপিডিআরের বিবাদীবাগ শাখা। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে স্বতপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। গতকাল, জাগো বাংলা স্টলে নিজের লেখা বইপ্রকাশ করতে বইমেলায় যান মুখ্যমন্ত্রী। তারপর জাগো বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। ভিড়ে ঠাসা বইমেলায় মুখ্যমন্ত্রীকে এতো কাছে পেয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। চলে সইয়ের আবদার।

Updated By: Feb 7, 2013, 12:56 PM IST

পুলিসকর্মীর সঙ্গে দুর্বব্যহারের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করল এপিডিআরের বিবাদীবাগ শাখা। রাজ্য মানবাধিকার কমিশনের কাছে স্বতপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
গতকাল, জাগো বাংলা স্টলে নিজের লেখা বইপ্রকাশ করতে বইমেলায় যান মুখ্যমন্ত্রী। তারপর জাগো বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। ভিড়ে ঠাসা বইমেলায় মুখ্যমন্ত্রীকে এতো কাছে পেয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। চলে সইয়ের আবদার।
জনস্রোত পেরিয়ে স্টল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী তখন এক নম্বর গেটের কাছে। কিন্তু, তখনও এসে পৌঁছয়নি তাঁর গাড়ি। আর তাতেই রেগে আগুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেরিতে গাড়ি আসায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে বললেন, "আপনাদের ধরে চাবকানো উচিত।"

.