অটোচালককে সার্জেন্টের মার-বন্ধ রুট-নাকাল যাত্রীরা

অটোচালককে ট্রাফিক সার্জেন্টের মারধরের  প্রতিবাদে বন্ধ হয়ে গেল আহেরিটোলা-মানিকতলা রুটের অটো চলাচল। অটো বন্ধ থাকায় দিনভর নাকাল হলেন নিত্যযাত্রীরা। পুলিসি হেনস্তার প্রতিবাদে বেশকিছুক্ষণ রাস্তা অবরোধ করেন অটোচালকরা। চালকরা জানিয়েছেন, ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগ নেয়নি বটতলা থানা। 

Updated By: Feb 13, 2013, 08:18 PM IST

অটোচালককে ট্রাফিক সার্জেন্টের মারধরের  প্রতিবাদে বন্ধ হয়ে গেল আহেরিটোলা-মানিকতলা রুটের অটো চলাচল। অটো বন্ধ থাকায় দিনভর নাকাল হলেন নিত্যযাত্রীরা। পুলিসি হেনস্তার প্রতিবাদে বেশকিছুক্ষণ রাস্তা অবরোধ করেন অটোচালকরা। চালকরা জানিয়েছেন, ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে অভিযোগ নেয়নি বটতলা থানা। 
বুধবার মানিকতলা বাজার সংলগ্ন রাস্তায় একটি অটোকে ওভারটেক করেন আহেরিটোলা-মানিকতলা রুটের অটোচালক টিঙ্কু সাউ। অভিযোগ, ওভারটেকের জন্য টিঙ্কু সাউকে আটকে  গালিগালাজ  শুরু করেন ট্রাফিক সার্জেন্ট রাকেশ কুণ্ডু।  টিঙ্কু সাউ দোষ স্বীকার করলেও, তাকে ওই পুলিস অফিসার ঘুষি মারেন বলে অভিযোগ।
টিঙ্কু সাউকে মার খেতে দেখে ছুটে আসেন অন্যান্য অটোচালকরা। অটোচালকদের প্রতিবাদের মুখে সার্জেন্ট রাকেশ কুণ্ডু ভুল স্বীকার করেন। অটোচালকদের অভিযোগ, রোজই তাঁরা পুলিসি হেনস্তার শিকার হচ্ছেন।
 
টিঙ্কু সাউকে মারধরের প্রতিবাদে  এপিসি রোড অবরোধ করেন অটোচালকরা। অবরোধে এলাকায় তীব্র যানজট হয়। পুলিস গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিসি হেনস্তার প্রতিবাদে অটোচালকরা আহিরিটোলা-মানিকতলা রুটে অটো চলাচল বন্ধ করে দেন।

.