বেহালার `নরক` কোয়ার্টারের বাসিন্দারা দোষ দিচ্ছেন কপালকেই

সরকারি আবাসন। তবু হাজারো সমস্যা। পানীয় জলের অভাব থেকে বেহাল নিকাশি। আবাসনের আনাচে কানাচে জঞ্জালের স্তুপ। বেহালার অজন্তায় ও ডি আর সি কোয়ার্টারের বাসিন্দারা এই দুর্ভোগ নিয়েই দিন কাটাচ্ছেন গত দুবছর ধরে। সমস্যার সমাধানে আবাসন মন্ত্রী অরুপ বিশ্বাসের দ্বারস্থ হয়েছেন আবাসনের বাসিন্দারা। মন্ত্রীর প্রতিশ্রুতি মিলেছে।

Updated By: Sep 10, 2013, 09:50 PM IST

সরকারি আবাসন। তবু হাজারো সমস্যা। পানীয় জলের অভাব থেকে বেহাল নিকাশি। আবাসনের আনাচে কানাচে জঞ্জালের স্তুপ। বেহালার অজন্তায় ও ডি আর সি কোয়ার্টারের বাসিন্দারা এই দুর্ভোগ নিয়েই দিন কাটাচ্ছেন গত দুবছর ধরে। সমস্যার সমাধানে আবাসন মন্ত্রী অরুপ বিশ্বাসের দ্বারস্থ হয়েছেন আবাসনের বাসিন্দারা। মন্ত্রীর প্রতিশ্রুতি মিলেছে।
ফল হয়নি।  কপাল খারাপ বলেই অগত্যা স্বান্তনা খুঁজে নিতে বাধ্য হয়েছেন আবাসিকরা।  আবাসনে নিরাপত্তার অভাব রয়েছে বলেও ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। নেই কোনও নিরাপত্তা রক্ষী। আবাসনেই গজিয়েছে মদ,গাঁজার ঠেক।

.