কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ সম্মেলন

তীব্র সংঘাতের মধ্যেই একমঞ্চে হাজির হতে পারেন অরুণ জেটলি আর অরবিন্দ কেজরিওয়াল। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কলকাতায় শুরু হচ্ছে দুদিনের গ্লোবাল বিজনেস সামিট। প্রথম দিন বক্তা হিসেবে আমন্ত্রিত জেটলি ও কেজরিওয়াল। প্লেনারি সেশনে প্রথমে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুজনের পরে বক্তব্য রাখার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর। জেটলি আর কেজরিওয়াল, DDCA ইস্যুতে দুজনেই এখন একে অপরের ঘোষিত শত্রু। DDCA-তে দুর্নীতির জন্য জেটলিকে কাঠগড়ায় তুলেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর পার্ষদদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেটলি। শেষ পর্যন্ত দুই যুযুধান রাজনীতিক বাংলার বাণিজ্য মঞ্চে মুখোমুখি হলে, কীভাবে দুজনের মোলাকাত হয়, সেদিকে তাকিয়ে অনেকেই।

Updated By: Jan 7, 2016, 09:33 PM IST
কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ সম্মেলন

ওয়েব ডেস্ক: তীব্র সংঘাতের মধ্যেই একমঞ্চে হাজির হতে পারেন অরুণ জেটলি আর অরবিন্দ কেজরিওয়াল। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কলকাতায় শুরু হচ্ছে দুদিনের গ্লোবাল বিজনেস সামিট। প্রথম দিন বক্তা হিসেবে আমন্ত্রিত জেটলি ও কেজরিওয়াল। প্লেনারি সেশনে প্রথমে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দুজনের পরে বক্তব্য রাখার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর। জেটলি আর কেজরিওয়াল, DDCA ইস্যুতে দুজনেই এখন একে অপরের ঘোষিত শত্রু। DDCA-তে দুর্নীতির জন্য জেটলিকে কাঠগড়ায় তুলেছেন কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর পার্ষদদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেটলি। শেষ পর্যন্ত দুই যুযুধান রাজনীতিক বাংলার বাণিজ্য মঞ্চে মুখোমুখি হলে, কীভাবে দুজনের মোলাকাত হয়, সেদিকে তাকিয়ে অনেকেই।

.