বিশ্ববাংলা শারদ সম্মানে সেরার সেরা চেতলা-সুরুচি, ভাবনায় কালিঘাট, পরিবেশবান্ধব বাগবাজার সর্বজনীন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৪। এগারোটি বিভাগে পুরস্কার সরকারের। সেরার সেরা চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, ভবানীপুর পঁচাত্তর পল্লী, নাকতলা উদয়ন সঙ্ঘ, রাজডাঙা নবোদয় সঙ্ঘ এবং বাবুবাগান সর্বজনীন।

Updated By: Oct 1, 2014, 08:20 PM IST
বিশ্ববাংলা শারদ সম্মানে সেরার সেরা চেতলা-সুরুচি, ভাবনায় কালিঘাট, পরিবেশবান্ধব বাগবাজার সর্বজনীন

ওয়েব ডেস্ক: বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৪। এগারোটি বিভাগে পুরস্কার সরকারের। সেরার সেরা চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, ভবানীপুর পঁচাত্তর পল্লী, নাকতলা উদয়ন সঙ্ঘ, রাজডাঙা নবোদয় সঙ্ঘ এবং বাবুবাগান সর্বজনীন।

একনজরে দেখে  নিন

সেরার সেরা

প্রথম- চেতলা অগ্রনী সংঘ, সুরুচি সংঘ, ৭৫ পল্লী ভবানীপুর, রাজডাঙা নবোউদয় সংঘ, নাকতলা উদয়ন সংঘ, ঢাকুরিয়া সর্বজনীন (বাবুবাগান)

দ্বিতীয়- বিবেকানন্দপার্ক অ্যাথেলেটিক ক্লাব, টালা বারোয়ারি

তৃতীয়- চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোত্সব

সেরা ভাবনা

প্রথম- অ্যাভেনিউ সাউথপল্লী মঙ্গল সমিতি, কালিঘাট মিলন সংঘ,

সেরা পরিবেশবান্ধব
প্রথম- বাগবাজার সর্বজনীন

সেরা শিল্পী
প্রথম- অজেয় সংহতি, ৯৫ পল্লী যোধপুর পার্ক,

.