ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা না হলে বৈঠক বয়কটের হুমকি বাস মালিকদের

হয় ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা। না হলে বৈঠক বয়কট। এই রণকৌশল নিয়েই আজ পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাস ও মিনিবাস মালিকরা। বেলা একটায় মহাকরণে এই বৈঠক। ইতিমধ্যেই সাধারণ বাসের ন্যূনতম ভাড়া আট টাকা করার দাবি উঠেছে। নেহরু মিশনের বাসের ক্ষেত্রে এই ভাড়া ১০ টাকা। 

Updated By: Aug 17, 2013, 01:33 PM IST

হয় ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা। না হলে বৈঠক বয়কট। এই রণকৌশল নিয়েই আজ পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাস ও মিনিবাস মালিকরা। বেলা একটায় মহাকরণে এই বৈঠক। ইতিমধ্যেই সাধারণ বাসের ন্যূনতম ভাড়া আট টাকা করার দাবি উঠেছে। নেহরু মিশনের বাসের ক্ষেত্রে এই ভাড়া ১০ টাকা। 
মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া দশটাকা। এরপর প্রতিটি পর্যায়ে এক টাকা করে বৃদ্ধি। এই দাবি নিয়েই আজ বৈঠকে বাস মালিকেরা। ইতিমধ্যেই অবশ্য পরিবহণমন্ত্রী জানিয়েছেন বাসভাড়া বাড়ছে না। উল্টে ধর্মঘট মোকাবিলার জন্য সরকার তৈরি বলে তিনি জানিয়েছেন। তাই আজকের বৈঠক কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

.