কলকাতায় ওড়িশার চিটফান্ড সংস্থার কর্তার বাড়িতে সিবিআই হানা

Updated By: Oct 1, 2015, 05:41 PM IST
কলকাতায় ওড়িশার চিটফান্ড সংস্থার কর্তার বাড়িতে সিবিআই হানা

ফের শহরে সিবিআই হানা। ওড়িশার একটি চিটফান্ড সংস্থার কর্তাদের বাড়ি এবং অফিসে তল্লাসি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যদিও তল্লাসির আগেই ফেরার সংস্থার একাধিক কর্তা।  উদ্ধার করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।ভিও-কলকাতায় নথিভুক্ত কোম্পানি হলেও আসলে ওড়িশার চিটফান্ড সংস্থাএসআর গ্রিনহাউস প্রাইভেট লিমিটেড।  

২০১১ সালে প্রতিবেশী রাজ্যে কাজ শুরু করে এই সংস্থা।  

২০১২-২০১৩ সাল থেকে  শুরু হয় বাজার থেকে টাকা তোলা।  

মূলত কৃষিজাত দ্রব্য বিপণনের নামে বেআইনিভাবে লগ্নিকারীদের কাছ থেকে টাকা তোলে  এই সংস্থা।

সংস্থার পক্ষ থেকে প্রায় ৪৫০-৫০০ কোটি টাকা তোলা হয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের।

এদিন কলকাতা শহর সহ রাজ্যের ১৬ জায়গায় সংস্থার কর্তাদের খোঁজে হানা দেন সিবিআই গোয়েন্দারা।  কলকাতায় এই চিটফান্ড সংস্থার  অফিস রয়েছে কসবা বোসপুকুর এলাকায়। সংস্থার ডিরেক্টর দেবাঞ্জয় রায় ও তার স্ত্রী সুকন্যা রায়ের বাড়ি বাগুইহাটিতে।

এদিন বাগুইআটির বাড়িতে হানা দেন গোয়েন্দারা। তবে বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। এরপর এই পরিবারের দমদমের বাড়িতও হানা দেন তাঁরা।  সেখানে কারোর খোঁজ না পেলেও উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও সংস্থার একাধিক কর্তার বাড়িতে চলে তল্লাসি।  সংস্থার অন্যতম কর্তা বৈদ্যনাথ সাহার বাড়ি পাইকপাড়ায়। তবে তিনিও ফেরার।   জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজারহাটে সংস্থার অন্যতম  কর্তা নিতাই দাসকে.।কলকাতা ছাড়া অন্যান্য জেলাতেও সংস্থার বাকি  কর্তাদের খোঁজে চলে তল্লাসি।

 

.