সত্যিই কি মিলবে প্রতারিত আমানতকারীদের টাকা? প্রশ্নের মুখে রাজ্য সরকার

মহকুমাশাসকদের দফতরে বিভিন্ন চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা করা সম্ভব নয়। আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টকে একথাই জানিয়ে দিল রাজ্য সরকার। সারদা কেলেঙ্কারী নিয়ে ফের সরগরম রাজ্য। এরমধ্যেই বিভিন্ন চিট ফান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। জল গড়িয়েছে আদালতেও।

Updated By: Dec 12, 2013, 12:03 AM IST

মহকুমাশাসকদের দফতরে বিভিন্ন চিটফান্ড সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থা করা সম্ভব নয়। আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টকে একথাই জানিয়ে দিল রাজ্য সরকার। সারদা কেলেঙ্কারী নিয়ে ফের সরগরম রাজ্য। এরমধ্যেই বিভিন্ন চিট ফান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। জল গড়িয়েছে আদালতেও।

হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে টাওয়ার গোষ্ঠীর বিরুদ্ধে। সেই মামলার শুনানির সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানতে চান, বিভিন্ন চিটফান্ড সংস্থার হাতে প্রতারিতদের অভিযোগ জানানোর ব্যবস্থা মহকুমাশাসকদের দফতরে করা যায় কিনা। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব সঞ্জয় মিত্র আইনজীবী মারফত আদালতকে জানিয়ে দিয়েছেন, সেরকম ব্যবস্থা করার পরিকাঠামো নেই। এই অবস্থান জানার পরেই চিটফান্ডে প্রতারিতদের পাশে থাকতে সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠছে।

সারদা কেলেঙ্কারীতে ক্ষতিগ্রস্তদের জন্য মুখ্যমন্ত্রী সরকারি কোষাগার থেকে পাঁচশো কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তৈরি হয়েছে কমিশনও। কিন্তু সেই সরকারই অন্য চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের অভিযোগ জমা নেওয়ার জন্য মহকুমাশাসকদের দফতরে আলাদা ব্যবস্থা করা সম্ভব নয় বলে আদালতকে জানিয়ে দিচ্ছে। অভিযোগ জমা হচ্ছে। আমানতকারীদের টাকা জমা না দেওয়ার। মামলা হয়। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করতে বলেন মহকুমা শাসকেরদফচরের ব্যবস্থা করতে পারবে কিনা। আইনজীবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব রাজ্য সরকার জানিয়েছে সম্ভব নয়।

.