মদনের গ্রেফতারির প্রতিবাদে ধরনা মঞ্চ, কোথায় গেলেন বড় ক্লাবের কর্মকর্তারা?

Updated By: Dec 15, 2014, 11:36 PM IST
মদনের গ্রেফতারির প্রতিবাদে ধরনা মঞ্চ, কোথায় গেলেন বড় ক্লাবের কর্মকর্তারা?

মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে ফের পথে ক্রীড়ামোদীরা। ধরনা মঞ্চ তৈরি হলেও আন্দোলনের ঝাঁঝ উধাও। কিছু ক্রীড়ামোদী এলেন, মিছিলে হাঁটলেন, আবার ফিরেও গেলেন ।তবে সেই চেনা মুখেরই সারি। দেখা মিলল না বড় ক্লাবের কর্মকর্তাদের। সামিল শুধু অনুদানপ্রাপ্ত ক্লাবগুলি। এভাবে আর কতদিন এই আন্দোলন, প্রশ্ন তৃণমূলেরই একাংশের।

সকাল ১০টা

মদন মিত্রের গ্রেফতারির প্রতিবাদে তৈরি ধর্না মঞ্চ ফাঁকা।

দুপুর ১টা

বাস, ম্যাটাডর করে লোক আনা হল ময়দানে।

দুপুর ২টো

গোষ্ঠ পালের মূর্তির পাদদেশ থেকে শুরু হল মিছিল। মেয়ো রোড, পার্ক স্ট্রিট ঘুরে মিছিল ফিরল  ময়দানেই। কিন্তু  মিছিলে সেই চেনা মুখের সারি। তৃণমূলের পতাকা না থাকলেও তৃণমূলের ক্রীড়া সেলের লোকজনকেই  দেখা গেল মিছিলে। সেই দীপেন্দু বিশ্বাস, গৌতম সরকার, সমরেশ চৌধুরি, শ্যাম থাপা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেও ইস্টবেঙ্গল, মোহনবাগানের কর্মকর্তাদের দেখা যায়নি মিছিলে। হাজির ছিল শুধু অনুদানপ্রাপ্ত ক্লাবগুলি । মিছিল ভরালেন রচপাল সিং, অরূপ বিশ্বাস, সাধন পাণ্ডের মতো মন্ত্রীরা।

বিকেল ৪টে

মিছিল করে মানুষ ফিরে গেলেন।  ফাঁকা হয়ে গেল ধরনা মঞ্চ।

এইভাবে কতদিন? এইভাবে কি এই ধরনা-আন্দোলন টেনে নিয়ে যাওয়া সম্ভব?প্রশ্ন তুলছে তৃণমূলেরই একাংশ।

 

.