দুই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, মহানগরীতে দ্বৈত সভা

আজ মহানগরীতে দুই ছাত্র সংগঠনের সভা। মহাজাতি সদনে সংগঠনের ৫৯ প্রতিষ্ঠাদিবস পালন করছে ছাত্র পরিষদ। উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস নেতারা। কিছুক্ষণ পর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর, আজকের দিনে ছাত্র পরিষদের অনুষ্ঠানে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। কিন্তু, তারপর সময়ের সঙ্গে দুদলের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে।

Updated By: Aug 28, 2012, 09:54 AM IST

আজ মহানগরীতে দুই ছাত্র সংগঠনের সভা। মহাজাতি সদনে সংগঠনের ৫৯ প্রতিষ্ঠাদিবস পালন করছে ছাত্র পরিষদ। উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস নেতারা। কিছুক্ষণ পর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভায় প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাজাতি সদনে ছাত্র পরিষদের সভায় উপস্থিত থাকবেন প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, অধীর চৌধুরী, মানস ভুঁইঞা সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। প্রিয়রঞ্জন দাশমুন্সির হাত ধরে শুরু হয়েছিল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন । তারপর দেখতে দেখতে কেটে গিয়েছে ৫৮টা বছর। প্রতিবছরই এই দিনটি পালন করে ছাত্র পরিষদ। সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ছাত্র পরিষদ সমর্থকেরা।
কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ভাঙন ধরেছিল ছাত্র পরিষদে। সেই থেকে প্রতিবছরই ২৮ অগাস্ট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাদিবস পালন করে তৃণমূল। গতবছর, আজকের দিনে ছাত্র পরিষদের অনুষ্ঠানে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। কিন্তু, তারপর সময়ের সঙ্গে দুদলের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। এই পরিস্থিতিতে আজ দুই শিবিরের নেতানেত্রীরা কী বলেন তা নিয়ে কৌতুহল রয়েছে সব মহলে।  

.