কালীপুজোর দিন রাজবেশে ভবতারিণী

Updated By: Oct 19, 2017, 12:48 PM IST
কালীপুজোর দিন রাজবেশে ভবতারিণী
ছবি- বাপন সাউ

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে দীপান্বিতার ঝরনাধারা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, অলক্ষ্মী, অশুভকে দূরে সরিয়ে শুভকে বরণের দিন। বাংলার দীপাবলি থেকে ভিনরাজ্যের দিওয়ালি। মেজাজ আজ দিলদরিয়া। কালীপুজোর দিনে ভক্ত সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরেও। সকালের মঙ্গলারতি দিয়ে দক্ষিণেশ্বরের ভবতারিণী'র পুজো শুরু হয়। পরনে লাল বেনারসি শাড়ি, পায়ে সোনার জবা, নতুন সাজে সেজেছেন দক্ষিণেশ্বরের মা কালী। 

পুজোর দিনে রাজরাজেশ্বরী রূপে চিণ্ময়ী:  

- বেনারস থেকে বিশেষভাবে নকশা করে কালীর শাড়ি আনা হয়েছে আজকের পুজোর জন্য  
- চিকের সঙ্গে একটা গহনাতেই সুসজ্জিতা ভবতারিণী  
- রয়েছে সাত নলি হার 
- রয়েছে নতুন কানপাশা 
- নাকে রয়েছে নতুন নথ 
- দক্ষিণেশ্বরের ভবতারিণীকে পারনো হয়েছে নতুন টায়রা, টিকলি 
- পায়ের নূপুরও নতুন 
- সীতাহার, কোমরবন্ধ, রত্ন খচিত মুকুটে দক্ষিণেশ্বরের ভবতারিণী আজ রাজবেশে সজ্জিত

 
মন্দিরের সেবায়েত জানাচ্ছেন, "দক্ষিণেশ্বরের মা জগদ্বেশরী, পুজোর আগে সারা রাত স্বর্ণালঙ্কারে সাজানো হয় তাঁকে।  কথামৃতে যে যে অলংকারের কথা বর্ণিত আছে, সেই সবই আছে মায়ের অঙ্গসজ্জায়"। তিনি আরও জানান, " আমাদের মা হলেন পরম ব্রহ্মময়ী। মা যেন হাসছে। মায়ের নাকে তিলক। এখানে মা ভৈরবী"।

আরও পড়ুন- কেন দক্ষিণ্বেশরের গর্ভগৃহে সবাই প্রবেশ করতে পারেন না?

দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ম করে সেবায়েতরা পুজো পরিচালনা করেন। কেউ মায়ের শক্তি আরাধনা করেন। কেউ ভোগ রাঁধেন। কেউ জল তোলেন। যে পথে রামকৃষ্ণ চলেছেন সেই পথেই আজও পুজো হয় ভবতারিণী মন্দিরে। নারকেলের জল দিয়ে হয় পুজো। প্রতিদিনের মতই আজও দক্ষিণেশ্বরের মন্দিরে নয়ম মেনেই হয় মঙ্গলারতি, ধূপারতি। নিয়ম মেনেই হবে ভোগারতিও।      

.