নীতুর জামিনের শুনানি পিছিয়ে গেল

সারদাকাণ্ডে ধৃত ইস্ট বেঙ্গল কর্তার জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আজ আলিপুর আদালতে দেবব্রত সরকার ওরফে নীতুর জামিনের শুনানি ছিল।  কিন্তু আদালতে কেস ডায়েরি নিয়ে যাওয়ায় শুনানি পিছোনর আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই শুনানি পিছিয়ে দেন বিচারক। ওই আবেদনের পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।

Updated By: Feb 18, 2015, 05:10 PM IST

ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে ধৃত ইস্ট বেঙ্গল কর্তার জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। আজ আলিপুর আদালতে দেবব্রত সরকার ওরফে নীতুর জামিনের শুনানি ছিল।  কিন্তু আদালতে কেস ডায়েরি নিয়ে যাওয়ায় শুনানি পিছোনর আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই শুনানি পিছিয়ে দেন বিচারক। ওই আবেদনের পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।

এদিকে, অবশেষে জেল থেকে ছাড়া পেলেন সারদাকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা রজত মজুমদার। টানা পাঁচ মাস পর আজ সকালে রাজ্য পুলিসের এই প্রাক্তন ডিজি  আলিপুর জেল থেকে  মুক্তি পান। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের তরফে প্রাক্তন এই পুলিসকর্তার জামিনের তীব্র বিরোধিতা করা হয়। কিন্তু   সিবিআই যথেষ্ট তথ্যপ্রমাণ জমা দিতে পারেনি, এই যুক্তিতেই আদালত তাঁর  জামিন মঞ্জুর করে।

.