দীপার নিশানায় মুখ্যমন্ত্রী

ফের কংগ্রেসের কটাক্ষের মুখে তৃণমূল। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কীসের ভিত্তিতে রেলমন্ত্রক ফিরে পাওয়ার দাবি করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। দিনতিনেক আগেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আগামী দু-তিন মাসের মধ্যে লোকসভা ভোট হবে।

Updated By: Mar 11, 2013, 11:51 AM IST

ফের কংগ্রেসের কটাক্ষের মুখে তৃণমূল। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কীসের ভিত্তিতে রেলমন্ত্রক ফিরে পাওয়ার দাবি করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। দিনতিনেক আগেই মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, আগামী দু-তিন মাসের মধ্যে লোকসভা ভোট হবে। এবং এরপর রেলমন্ত্রক ফের তৃণমূলের হাতে ফিরে আসবে।
বিতর্কের শুরুটা মুখ্যমন্ত্রী করেছিলেন গত আটই মার্চ নেতাজি ইন্ডোরে তৃণমূল মহিলা কংগ্রেসের সেমিনারে। শনিবার এল তারই জবাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রক ফিরে পাওয়ার দাবি নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি দীপা দাশমুন্সি।   
 ইউপিএ না এনডিএ? কার হাত ধরে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পর রেলমন্ত্র্রক আবার নিজের দলের হেফাজতে আনার কথা বলছেন তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তিনি। কংগ্রেস-তৃণমূল ফের জোট গড়ার আশু সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এআইসিসি নেতা অস্কার ফার্নান্ডেজ। কোন রাজনৈতিক অঙ্ক মিলিয়ে মুখ্যমন্ত্রী রেলমন্ত্রক ফিরে পাওয়ার দাবি করছেন তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমল দিতে কংগ্রেস যে রাজি নয় তা একরকম স্পষ্ট। 

.