দিল্লির ধর্ষণকাণ্ডের প্রতিবাদে রাস্তায় শহরের ছাত্র-ছাত্রীরা

কোনও দলের ব্যানার বা সংগঠনের পতাকা নয়। সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সংগঠিত হয়ে দিল্লির ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় পথে নামলেন  কয়েক হাজার ছাত্রছাত্রী।  দিল্লিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি ছাড়াও, রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানালেন।

Updated By: Dec 27, 2012, 09:54 PM IST

কোনও দলের ব্যানার বা সংগঠনের পতাকা নয়। সোস্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সংগঠিত হয়ে দিল্লির ঘটনার প্রতিবাদে আজ কলকাতায় পথে নামলেন  কয়েক হাজার ছাত্রছাত্রী।  দিল্লিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবি ছাড়াও, রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানালেন।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী এদিন জড়ো হয়েছিলেন মিছিলে। কোনও নির্দিষ্ট ব্যানার বা পতাকা নিয়ে নয়। একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সংগঠিত হয়ে প্রতিবাদে পথে নেমেছিলেন এই ছাত্রছাত্রীরা।  
 
মিছিল থেকে বারেবারে উঠেছে ধর্ষণকারীদের কঠোরতম শাস্তির দাবি। শুধু দিল্লি নয়, কলকাতার বিভিন্ন ঘটনা নিয়েও প্রতিবাদে সরব হয়েছিলেন ছাত্রছাত্রীরা। নির্দিষ্ট কোনও সংগঠন বা কোনও ব্যানারকে সামনে না রেখে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো। আর তাই প্রশাসনকেও এদিন সর্বক্ষণ তত্‍পর থাকতে হয় এই মিছিল নিয়ে।  

.