বর্ষার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু; চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা

Updated By: Jul 19, 2017, 08:55 PM IST
বর্ষার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু; চিকিত্‍সায় গাফিলতির অভিযোগে উত্তেজনা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বর্ষার কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু। চিকিত্‍সায় অবহেলার অভিযোগ পরিবারের। প্রতিবাদ করায় জুটল মার। বাগবাজারের একটি নার্সিংহোমের ঘটনা। দমদম MC গার্ডেনের বাসিন্দা রঞ্জিতা মণ্ডল। ৪৩ বছরের গৃহবধূকে সোমবার নার্সিংহোমে ভর্তি করা হয়। তাঁর প্লেটলেট ক্রমশ নামছিল।

আরও পড়ুন- ভারী বৃষ্টির সম্ভাবনা

পরিবারের অভিযোগ, নার্সিংহোম কোনও ব্যবস্থা না নিয়ে আশ্বাস দিয়ে যাচ্ছিল, চিন্তার কিছু নেই। এমনকি রঞ্জিতা সুস্থ হয়ে উঠছেন বলেও দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, প্লেটলেট নেমে যাওয়ার পরেও, প্রয়োজনীয় রক্ত দেওয়া হয়নি। বুধবার ভোররাতে নার্সিংহোম ফোনে জানায়, রঞ্জিতাদেবীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। পরিবারের লোকজন নার্সিংহোম পৌছনোর কিছুক্ষণের মধ্যে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সুস্থ হতে থাকা রোগী কীভাবে মারা গেল, এই প্রশ্ন তুলে সরব হন রোগীর আত্মীয়রা। সেই সময় রোগীর পরিজনদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।

.